নবান্নের কাছে বড় দুর্ঘটনা। নিুয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ছাইয়ের কন্টেনারবোঝাই লরি। সেই ছাইয়ের তলায় চাপা পড়ে যায় এক পথচারী। লরির পাশে অ্যাম্বুল্যান্স এনে দীর্ঘক্ষণ ওই ব্যক্তিকে অক্সিজেন দেওয়া হচ্ছিল বলে খবর। শনিবার এই ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয় দ্বিতীয় হুগলি সেতু সংলগ্ন এলাকায়। প্রায় দেড় ঘণ্টা পর সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। যদিও পরে তাঁকে আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পথচারীর পরিচয় এখনও জানা যায়নি। তিনি গুরুতর হয়েছিলেন বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, বিকেল ৫টা নাগাদ কোলাঘাট থেকে ছাইয়ের কন্টেনারবোঝাই একটি লরি কলকাতার দিকে আসছিল। হঠাৎই নবান্নের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় লরিটি। উল্টোনো কন্টেনারের নিচে চাপা পড়ে যান এক পথচারী। দেড় ঘণ্টা পর ওই পথচারীকে উদ্ধার করা হয়। পাশে অ্যাম্বুল্যান্স থেকে তাঁর নাকে নল লাগিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছিল।
ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল বিভাগের কর্মীরা। দু’ঘণ্টা ধরে চেষ্টা চালিয়েও কন্টেনারবোঝাই লরিটি সরানো যায়নি। তিনটি হাইড্রা দিয়ে লরিটি তুলতে গেলে তার ছিঁড়ে যায়। দমকলকর্মীরা জানিয়েছেন, লরিটি প্রচণ্ড ভারী। তাঁরা বন্দরে খবর দেন। সেখান থেকে ক্রেন এনে কন্টেনারটি সরানো হবে। পরে অবশ্য হাইড্রার সাহায্য়ে কন্টেনারের উপরের অংশ তুলে নিয়ে ওই পথচারীকে উদ্ধার করা হয়।
Be the first to comment