কলকাতা প্রেস ক্লাবে স্বীকৃত চিত্র-সাংবাদিকরা ভোটাধিকার-সহ সাধারণ সদস্যপদ পেলো

Spread the love

রোজদিন ডেস্ক :- বহু প্রতিক্ষার অবসান। অবশেষে কলকাতার সরকারি স্বীকৃতি পাওয়া চিত্র-সাংবাদিকরা এবার কলকাতা প্রেস ক্লাবের ভোটাধিকার-সহ সাধারণ সদস্যপদ পেলো।

কলকাতায় যেসব সংবাদপত্র এবং টেলিভিশনের সরকারি স্বীকৃতি পাওয়া চিত্র-সাংবাদিকরা আছেন তাঁরা এতোদিন পর্যন্ত কলকাতা প্রেস ক্লাবের সাধারণ সদস্যদপদ পেতেন না, যার ফলে ওই সব চিত্র-সাংবাদিকদের কলকাতা প্রেস ক্লাবের ভোটাধিকারেরও সুযোগ ছিলো না। যার ফলে একাংশ চিত্র-সাংবাদিকদের মধ্যে ছিলো ক্ষোভও। অবশেষে সেই ক্ষোভ মিটলো শনিবার।
শনিবার কলকাতা প্রেস ক্লাবে সরকারি স্বীকৃতি পাওয়া চিত্র-সাংবাদিকদের ভোটাধিকার-সহ সাধারণ সদস্যপদ প্রস্তাব অনুমোদনের উপর কলকাতা প্রেস ক্লাবে একটি ভোটাভুটির আয়োজন করা হয়। সেই ভোট শেষে ফল ঘোষণার সময় দেখা যায়, ৫টি ভোট বেশি পেয়ে চিত্র-সাংবাদিকদের প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ১৮৬ জন। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন ১৮১ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*