প্রয়াত হলেন অভিনেতা দেবরাজ রায়..

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

প্রয়াত হলেন দেবরাজ রায়। বয়স হয়েছিল ৭৩ বছর। মঞ্চ, পর্দা হয়ে দূরদর্শনে সংবাদ পাঠ — সব ক্ষেত্রেই আলাদা মাত্রা যোগ করেছিলেন তিনি। তাঁর স্ত্রী অনুরাধা রায়ও জনপ্রিয় অভিনেত্রী। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন, “বাংলা ছবির জগতে বিশেষ নাম দেবরাজ রায়। অনেক খ্যাতনামী পরিচালকের ছবিতে অভিনয় করে প্রশংসিত। ওঁকে অনেকদিন ধরে চিনি। অত্যন্ত সজ্জন ব্যক্তি। ওঁর পরিবারের প্রত্যেককে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

তিনি ১৯৭০ সালে সত্যজিৎ রায়ের ছবি প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি নজর কাড়েন মৃণাল সেনের কলকাতা ৭১ এ। ১৯৭১ সালে মুক্তি পায় সেই ছবি। এরপর তিনি পরবর্তীকালে তরুণ মজুমদার, বিভূতি লাহা, তপন সিংহ সহ একাধিক দিকপাল পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। কেবল অভিনয় নয়, তিনি দূরদর্শনে সংবাদ পাঠকের কাজও করেছেন, তেমনই তাঁর কণ্ঠে শোনা গিয়েছে বহু শ্রুতি নাটকও। বলাই বাহুল্য দেবরাজ রায়ের মতো এক অভিনেতার চলে যাওয়ার অর্থ বাংলা বিনোদন জগতের নক্ষত্র পতনের সমান। যদিও বহু দিন ধরেই তিনি লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে ছিলেন। অসুস্থতার কারণেই তাঁকে আর সিনেমায় দেখা যেত না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*