“আদানির জেলে থাকা উচিত, কিন্তু সরকার তাঁকে রক্ষা করছে”, আদানি ইস্যু ফের সরব রাহুল

Spread the love

রোজদিন ডেস্ক:- আদানি ইস্যুতে আবারও সরব হলেন দেশের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবাার সংসদ চত্বরে তিনি বলেন, “আদানির জেলে থাকা উচিত, কিন্তু সরকার তাঁকে রক্ষা করছে”।

ঘুষকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ইতিমধ্যেই এ দেশে গৌতম আদানিকে গ্রেফতারের দাবি তুলেছেন সংসদের বিরোধী দলনেতা। তাঁর প্রশ্ন, বিরোধী দলের নেতাদের সামান্য অভিযোগে জেলে যেতে হচ্ছে৷ সেখানে কেন গৌতম আদানিকে এত বড় দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হবে না। এদিন, রায়বরেলির সাংসদ বলেন, “আদানিকে জেলে ভরা উচিত। আপনাদের কী মনে হয়, আদানি অভিযোগ স্বীকার করে নেবেন? নিশ্চই তিনি অভিযোগ স্বীকার করবেন না। আমাদের দাবি অনুযায়ী, তাঁকে গ্রেফতার করা উচিত। সামান্য অভিযোগে শয়ে শয়ে মানুষকে যখন-তখন গ্রেফতার করা হয়। আর ওই ভদ্রলোককে তো কয়েক হাজার কোটি টাকার অভিযোগে অভিযুক্ত করেছে মার্কিন আদালত। তাঁকে গোড়া থেকেই সরকার রক্ষাকবচ দিয়ে চলেছেন।”
প্রসঙ্গত, তৃতীয় দিনেও সংসদে আদানি ঝড়। বুধবার স্থগিত হয়ে গেল সংসদের দুই কক্ষের কাজ। দিনের শুরু থেকেই আদানি ইস্যুতে ঝড় তোলেন বিরোধী শিবির। এদিন লোকসভা প্রথমে দুপুর ১২ টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়। পরে তা দিনের মত মুলতুবি করে দেন স্পিকার। এদিন সংসদে আদানি ইস্যুতে কংগ্রেস এবং অন্য দলের সমর্থকরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদের মধ্যে প্রধান হিসাবে ছিল সমাজবাদী পার্টি।
অন্য বিরোধীরা নিজেদের জায়গা থেকেই এই বিষয়ে স্লোগান তুলতে শুরু করেন। তারা সকলেই আদানির প্রধান গৌতম আদানির গ্রেপ্তারি দাবি করতে থাকেন। পাশাপাশি এই বিষয়ে কেন্দ্রীয় সরকার পরবর্তীকালে কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিয়েও সরব হন। একই ছবি দেখা গেল রাজ্যসভাতেও। সেখানে অন্য নানা বিষয়ে আলোচনার দাবি জানানো হলেও পরে আদানি ইস্যুতে তৈরি হয় চরম হইচই। এরপরই চেয়ারম্যান জগদীপ ধনকর দিনের মত রাজ্যসভার কাজ মুলতুবি করে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*