রোজদিন ডেক্সঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন ‘পদত্যাগ করতেও রাজি আছি’। এবার সেই কথাকে নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ৷ বললেন, “মুখ্যমন্ত্রী পদত্যাগের নাটক করছেন।” শুক্রবার ময়নাগুড়িতে এমনটাই বললেন তিনি।
বৃহস্পতিবার নবান্নে জুনিয়র চিকিৎসকদের সাথে আলোচনার জন্য নবান্ন সভাঘরে প্রায় ২ ঘন্টা অপেক্ষা করে থাকার পর একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন “আমি মানুষের জন্য পদত্যাগ করতেও রাজি আছি” আর সেই কথাকেই কটাক্ষের সুরে কংগ্রেস নেতা অধীর বলেন, “মুখ্যমন্ত্রী পদত্যাগের একটা নাটক করছে। দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে উনি তো থ্রেট দিয়েই বড় হয়েছেন এটাও থ্রেট দিচ্ছেন। দলের মধ্যে তীব্র অসন্তোষ চলছে।” এদিন তিনি আরও বলেন, “এরাজ্যের নেতা মন্ত্রী সবাই জড়িত। স্বাস্থ্যমন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? তাঁকে জিজ্ঞাসাবাদ করা উচিত ৷
পাশাপাশি, অধীর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রাজ্যের চারিদিকে টুকলি করা ডাক্তারের ছড়াছড়ি বলে গুরুতর অভিযোগ এনেছেন তিনি।
Be the first to comment