
রোজদিন ডেস্ক, কলকাতা:- লন্ডনে বাংলার ভাবমূর্তি নষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করে সমালোচনায় সরব হলেন প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
অক্সফোর্ডের কেলগ কলেজের মঞ্চে ভাষণ দিতে যান মমতা। সে সময় তাঁকে ঘিরে বিক্ষোভ হয়। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে অধীর বলেন, ” বিদেশের মাটিতে প্রশ্নকর্তা ও উত্তরদাতা দু’জনেই পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছেন। দু’জনেরই কিছু শালীনতা মেনে চলা উচিত। নচেৎ বাংলা ক্রমশ হাসির খোরাক হয়ে যাচ্ছে । বিদেশের মাটিতে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে।” অর্থাৎ ঘুরপথে বিক্ষোভকারীদের সমালোচনা করেছেন তিনি।
শুক্রবার বহরমপুরে একটি সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “বিদেশ সফরে যিনি যান, তিনি দেশের প্রতিনিধি হয়ে যান। এটা মাথায় রাখতে হবে। বিদেশ সফরে গিয়ে বাংলার শিষ্টাচার সকলের মেনে চলা উচিত। বাংলার গরিমা মলিন হলে সবার গায়ে লাগবে। কারণ এই বাংলা তৃণমূল, বিজেপি বা সিপিএমের নয়, আমাদের সবার। বিদেশের মাটিতে বাংলার গরিমা অক্ষুণ্ণ রাখার দায়ও আমাদের প্রত্যেকের।”
তিনি আরও বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী কেন লন্ডনে গিয়েছেন তা তিনিই জানেন। সরকারি টাকা খরচা করে সাঙ্গপাঙ্গদের নিয়ে গিয়েছেন। কে, কোথায় কীভাবে বিনিয়োগ করবেন ফিরে এসে মুখ্যমন্ত্রীকে বিধানসভায় বক্তব্য পেশ করে জানাতে হবে অথবা পাবলিক স্টেটমেন্ট দিতে হবে। এটাই আমাদের দাবি। ভারবর্ষের বাইরে গেলে কেউ নিজের দলকে নয় দেশের প্রতিনিধিত্ব করে। বিদেশের মাটিতে প্রশ্নকর্তা ও উত্তরদাতা দু’জনেই পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছেন। আর সেই কারণে দু’পক্ষেরই কিছু শালীনতা মেনে চলা উচিত। নচেৎ বাংলা ক্রমশ হাসির খোরাক হয়ে যাচ্ছে। বিদেশের মাটিতে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে।”
তাঁর কথায়, “কোনও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না হলে তিনি এড়িয়ে যেতে পারেন। সেটা নিয়ে উভয়পক্ষের ঝগড়া করা উচিত নয়। দু’জনকেই ভাবতে হবে তাঁরা বাংলা নিয়ে বলছেন। শিষ্টাচারের সীমা অতিক্রম করে আমরা যেন কিছু না করি। এগুলো করা মানে আখেরে বাংলার ভাবমূর্তি নষ্ট করা। বাংলার ভাবমূর্তি মলিন করা হলে আমাদের সবার গায়ে লাগবে।”
Be the first to comment