‘মুখ খুলুন মুখ্যমন্ত্রী’ বেলডাঙার অশান্তির কারণ জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের

Spread the love

রোজদিন ডেস্ক :-  গোষ্ঠীদ্বন্দ্বর কারণে উত্তেজনা ছড়ানোর ঘটনায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

গত শনিবার কার্তিক পুজোকে কেন্দ্র করে বেলডাঙায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই বৃহস্পতিবার পর্যন্ত মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় ১৬৩ ধারা কার্যকর করা হয়। এমনকী বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। এরপরই শিক্ষা, স্বাস্থ্য, এবং দৈনন্দিন জীবনে দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। পাশাপাশি বৃহস্পতিবার সেখানে যেতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় পুলিশ প্রশাসন। এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ক্ষোভ প্রকাশ করে ‘মুখ খুলুন মুখ্যমন্ত্রী’ বলে একটি খোলা চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভীর উদ্বেগ প্রকাশ করেন অধীর।

এদিন তিনি ওই চিঠিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও সমালোচনা করেন। পাশাপাশি এই উত্তেজনার করণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তাও জানতে চাওয়া হও।

এদিন প্রাক্তন সাংসদ বলেন, “মানুষের মধ্যে থাকা ভয়, হতাশা, এবং অসহায়ত্ব দূর করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য পেশ করতে অথবা একটি বিবৃতি জারি করতে যাতে মুর্শিদাবাদে জীবনের স্বাভাবিক গতি ফিরে আসে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় থাকে।”
প্রসঙ্গত, মুর্শিদাবাদে একের পর এক হিংসার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ নির্ধারিত সফর বাতিল করে পরিস্থিতির উপর নজর রাখার জন্য কলকাতাতেই রয়েছেন তিনি৷ পরিস্থিতি স্বাভাবিক করতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল৷
রাজভবন সূত্রে খবর, বিষয়টি নিয়ে কর্মীদের একটি বার্তাও দিয়েছেন রাজ্যপাল৷ তিনি জানান, মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকার আইন-শৃঙ্খলায় সমস্যার সৃষ্টি হয়েছে। বেলডাঙার কিছু জায়গায় কয়েকজন আহতও হয়েছেন৷ এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। ঘটনায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজ্য সরকারের কাছে একটি রিপোর্ট চাওয়া হয়েছে৷ এলাকায় আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই বিষয়ে দ্রুত জানাতে বলে হয়েছে৷
উল্লেখ, বুধবার রাজ্য বিজেপির তরফে বেলেডাঙায় বিশেষ কর্মসূচি নেওয়া হয়। যাওয়ার কথা ছিল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। নির্ধারিত সময়ে তিনি সেখানে যাওয়ার জন্য বের হলেও বেলডাঙা থেকে প্রায় ৫০ কিলোমিটার আগে কৃষ্ণনগরে তাঁকে আটকে দেয় পুলিশ। রাস্তাতেই পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতারা। উত্তেজনার আবহেই কিছু সময়ের মধ্যেই সুকান্ত সহ বেশ কিছু নেতাকে আটক করতে দেখা যায় পুলিশকে। যদিও সূত্রের খবর, বিজেপি নেতারা জানিয়েছেন তাঁদের গ্রেফতার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*