একসপ্তাহের মধ্যেই আবারও ভূমিকম্পে কোপে উঠল আফগানিস্তান। বুধবার ভোরেই ফের কম্পন অনুভূত হয় আফগানিস্তানের রাজধানী কাবুলে। কম্পনের মাত্রা ছিল ৪.৩। তবে এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর মেলেনি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে আফগানিস্তানে ভূমিকম্প হয়। ভোর ৫টা ৪৯ মিনিট নাগাদ ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৮৫ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ।
প্রসঙ্গত, গত ২২ মার্চও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তান মিলিয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয় এবং প্রায় ২৫০ জন আহত হন বলে জানা গিয়েছে। ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল হিন্দুকুশ অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে ১৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে ভারতেও ভূমিকম্প অনুভূত হয়। দিল্লি, নয়ডা সহ উত্তর ভারতের একাধিক অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।
Be the first to comment