দু’দশকের যুদ্ধের অবসান ঘটল। আফগানিস্তান থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে নিল আমেরিকা। সোমবারই আফগানিস্তান থেকে উড়েছে আমেরিকার শেষ বিমান। প্রায় ২০ বছর আগে যে তালিবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানে ঘাঁটি গেড়েছিল আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী, তারা চলে যেতেই আফগানিস্তানকে ‘পুরোপুরি স্বাধীন’ ঘোষণা করল তালিবান।
সেনার শেষ দল আফগানিস্তান ছাড়ার পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘‘২০ বছর ধরে আফগানিস্তানে আমাদের সেনা মোতায়েন ছিল। আমরা সব সেনা প্রত্যাহার করলাম।’’ তালিবানের নিয়ন্ত্রণে চলে যাওয়া আফগানিস্তান থেকে উদ্ধারকাজ চালানোর জন্য সেনা জওয়ানদের প্রশংসাও করেছেন বাইডেন। যাঁরা আফগানিস্তান ছাড়তে চান, তাঁদের নিরাপদে যেতে দেওয়ার যে প্রতিশ্রুতি তালিবান দিয়েছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছেন বাইডেন। মঙ্গলবার বিকালে আমেরিকাবাসীর উদ্দেশে এ নিয়ে তিনি ভাষণও দিতে পারেন।
Be the first to comment