৪২ বছর পর প্রথম ডোডা থেকে বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন মোদী

Spread the love

রোজদিন ডেক্সঃ ৪২ বছর পর শনিবার প্রথম জম্মুর ডোডায় পা রাখলেন কোনো প্রধানমন্ত্রী। এদিন ডোডা থেকে  বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৭০ ধারা বিলোপের পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা আসনে ভোট প্রচারে এলেন মোদী। ডোডার স্টেডিয়ামে ভোটের প্রচারে এসে মোদি বলেন, আপনাদের ও দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমি এই ভালোবাসা ও আশীর্বাদের মূল্য রাখব। আমরা নিরাপদ ও সমৃদ্ধশালী জম্মু-কাশ্মীর গড়ে তুলব, এটাই মোদীর গ্যারান্টি।

এরপরেই তিনি কাশ্মীরের রাজনৈতিক দলগুলি এবং মূলত কংগ্রেসকে এই উপত্যকার দুর্দশার জন্য দায়ী করেন। মোদীর কথায়, স্বাধীনতার পর থেকে কাশ্মীরকে বহিঃশত্রুর মুখোমুখি হতে হয়েছে। স্বজনপোষণের দ্বারা শুষে নেওয়া হয়েছে উপত্যকাকে। যে দলগুলিকে আপনারা ভরসা করেছেন, তারা আপনাদের সন্তান-ভবিষ্যতের কথা চিন্তা করেনি। যুবসমাজকে জঙ্গিপনার দিকে ঠেলে দিয়েছে। পরিবারবাদী স্বজনপোষণে কাশ্মীরকে নিংড়ে নেওয়া হয়েছে। কাশ্মীরে নতুন কাউকে আসার সুযোগমাত্র দেয়নি। এদিন তিনি বলেন, বলেন, ২০১৪ সালের পর থেকে আমি নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। আমি কাশ্মীরের জনতার উৎসাহ-উদ্দীপনাকে প্রণাম জানাই। এবারের বিধানসভা নির্বাচন হবে তিনটি পরিবারের বিরুদ্ধে যুবসমাজের লড়াই। আপনাদের একদিকে রয়েছে তিনটি রাজনৈতিক পরিবার আর অন্যদিকে স্বপ্নচোখে যুবসমাজ। কংগ্রেস, পিডিপি, ন্যাশনাল কনফারেন্স যুগ যুগ ধরে কাশ্মীরকে ধ্বংস করেছে। তারা দুর্নীতি এবং সরকারি চাকরিতে স্বজনপোষণ চালিয়ে গিয়েছে। মানুষের মধ্য বিচ্ছিন্নতাবোধ ঢুকিয়েছে। এদিন তিনি আরও বলেন, এক দশক ধরে বদল এসেছে কাশ্মীরে।

মোদি কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশ্যে বলেন,লল এখানে অত্যাচারিত হয়েছেন দিনের পর দিন। বিজেপি তার বিরুদ্ধ আওয়াজ তুলেছিল। যে পাথর পুলিশের দিকে উঠেছিল আজ সেই হাতই নয়া কাশ্মীর গঠনে সাহায্য করছে। এসব হয়েছে কাশ্মীরের মানুষেরই জন্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*