করোনার পর এবার আরও এক ভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করছে

Spread the love

রোজদিন ডেস্ক :- করোনা ভাইরাসের কথা আজও মানুষ ভুলতে পারেনি, সদ্য দগদগে ঘা যা এখনও স্মৃতিতে জ্বলজ্বল করছে। প্রচুর মানুষের প্রাণ কেড়েছিল এই করোনা সারা দেশ জুড়ে।

এবার ফের আফ্রিকায় একটি নতুন রোগ দেখা দিয়েছে। এই রোগটি আফ্রিকার দেশ উগান্ডায় অনেক মানুষকে প্রভাবিত করেছে। এই রহস্যময় রোগটির নাম দেওয়া হয়েছে ‘ডিঙ্গা ডিঙ্গা’। রিপোর্ট অনুযায়ী, উগান্ডায় ৩০০ জনেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগ দূর করতে ডাক্তাররাও কাজ করছেন।
আশ্চর্যের বিষয় হলো, উগান্ডায় সবচেয়ে বেশি মহিলারা এবং মেয়েরা এই রোগে আক্রান্ত হচ্ছেন।

উগান্ডার বুন্দিবুগিও অঞ্চলে ডিঙ্গা ডিঙ্গা রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ডিঙ্গা ডিঙ্গার প্রাথমিক লক্ষণ সম্পর্কে বলতে গেলে, রোগীর জ্বর এবং ঠান্ডার অনুভূতি হয়। রোগীর শরীর অত্যন্ত কাঁপতে থাকে, যার ফলে হাঁটা-চলার জন্য এটি খুবই কঠিন হয়ে যায়।

এই রোগে আপাতত কোনো মৃত্যুর খবর নেই। তবে ডাক্তাররা ডিঙ্গা ডিঙ্গা থেকে মুক্তি পেতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন। উগান্ডার বুন্দিবুগিও অঞ্চলে এই রোগ স্থানীয়। আশেপাশের এলাকায় এই রোগের কোনো প্রমাণ মেলেনি। রিপোর্ট অনুযায়ী, ডিঙ্গা ডিঙ্গায় আক্রান্ত রোগীরা এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। যদিও এই রোগ ইতোমধ্যে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করেছে।

প্রসঙ্গত, উগান্ডার পাশের দেশ কঙ্গোতে একটি অজানা রোগ ছড়িয়ে পড়ছে। এর ফলে জ্বর, মাথাব্যথা, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং শরীরব্যথার মতো লক্ষণ দেখা যাচ্ছে। কঙ্গোতে ৪০০ জনেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, এই রহস্যময় রোগ ইতোমধ্যে ৩০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ কারণেই উগান্ডার মানুষ ডিঙ্গা ডিঙ্গা রোগকে নিয়ে খুব আতঙ্কিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*