শুক্রবারের পর ফের রবিবার কৃষকদের মিছিলে কাঁদানে গ্যাস চালাল পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক :- কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানে আবারও চলল কাঁদানে গ্যাস। শুক্রবারের পর ফের রবিবার পাঞ্জাব – হরিয়ানার শম্ভু সীমানায় কৃষকদের রুখতে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করল পুলিশ। এর ফলে ৩ জন কৃষক অসুস্থ হয়ে পরে বলেই জানা যাচ্ছে।

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানের ডাক দেয় পঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি। এরপরই তাঁরা জানান শুক্রবার ১০১ জন কৃষক নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। সেই মতো শুক্রবার রওনা দেয় তাঁরা। কিন্তু সেই মিছিল আটকে দেয় পুলিশ। তারপরই শুরু হয় কৃষকদের সঙ্গে পুলিশের অশান্তি, এরপরই ওই মিছিলে উপস্থিত কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস চালানো হয়। আর তার জেরেই অসুস্থ হয়ে পরেন ৬ জন কৃষক। তারপরই সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক) এবং কিসান মজদুর মোর্চার তরফে রবিবার ১০১ জন কৃষককে নিয়ে শান্তিপূর্ণ ভাবে দিল্লির উদ্দেশে মিছিল করার ডাক দেয়। কৃষকদের কর্মসূচির জন্য রবিবার সকাল থেকেই শম্ভু সীমানায় প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। ব্যারিকেড করে রাখা হয় রাস্তা। কৃষকদের মিছিল সেই পথে এগোনোর চেষ্টা করতেই তাঁদের আটকে দেন পুলিশকর্মীরা। পুলিশের দাবি, ১০১ জন কৃষকের যাওয়ার কথা ছিল। কিন্তু যাঁরা মিছিলে এসেছেন, তাঁরা সেই ১০১ জনের কেউ নন বলে সন্দেহ হরিয়ানা পুলিশের। ফলে তাঁদের পরিচয়পত্র যাচাই করতে চান শম্ভু সীমানায় মোতায়েন থাকা পুলিশকর্মীরা। তা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায় শম্ভু সীমানায়। বেশ কয়েক দফায় কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। যদিও আন্দোলনকারী কৃষকদের বক্তব্য, তাঁরা শান্তিপূর্ণ ভাবেই মিছিল করতে এসেছেন। পুলিশ যদি পরিচয়পত্র দেখতে চায়, তারা সহযোগিতা করতে প্রস্তুত।
এদিন শুক্রবারের ঘটনায় শিক্ষা নিয়ে রবিবার আগাম প্রস্তুত হয়ে আসেন কৃষকরা। কারও মু‌খে মাস্ক, কারও চোখে বিশেষ ধরনের চশমা। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটাতে পারে, সেই সম্ভাবনার আঁচ করেই এই প্রস্তুতি বলে মনে করা হচ্ছে। ব্যারিকেডের অপর প্রান্তে পুলিশকর্মীদের মাস্ক ও ধোঁয়া আটকানোর জন্য বিশেষ চশমা ব্যবহার করতে দেখা গিয়েছে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করলে প্রাথমিক ভাবে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনরত কৃষকেরা। তবে শম্ভু সীমানা এখনও ছাড়েননি তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*