রোজদিন ডেস্ক, কলকাতা :- নতুন বছরের শুরু থেকে আবার জাঁকিয়ে পড়বে শীত। জানাল হাওয়া অফিস। বড়দিন বা গত সপ্তাহে ঠান্ডা প্রায় গায়েব হয়ে গিয়েছিল। তবে চলতি সপ্তাহেই কনকনে ঠান্ডা ফেরার ইঙ্গিত দিল আলিপুর। মঙ্গলবার থেকে পরপর কয়েকদিন ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস। উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে ফের। তবে কুয়াশার দাপট থাকবে।
দক্ষিণবঙ্গে সোম ও মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেশি কুয়াশা হতে পারে দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাতে ও সকালের দিকে কুয়াশায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসতে পারে বেশিরভাগ এলাকায়। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে বলে সতর্ক করা হয়েছে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। মঙ্গলবার থেকে পারদ পতনের সম্ভাবনা। তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিসের পূর্বাভাস, ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তৈরি হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১ এবং ৬ জানুয়ারি।
Be the first to comment