অভিষেকের সফরের আগেই আগরতলায় তৃণমূলের সভায় হামলা

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই ত্রিপুরায় তৃণমূলের সভায় হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সোমবার রাতে  তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, ৬ নম্বর আগরতলায় তৃণমূল প্রার্থী পান্না দেবের একটি পথ সভা চলছিল। সেই সময় জনা কয়েক বিজেপি সমর্থক বারবার ওই রাস্তা দিয়ে বার বার যাতায়াত করে। অশ্রাব্য কথাবার্তা বলে এমনকি ঢিলও ছোড়ে। এক মহিলা তৃণমূল সমর্থকের হাতে লাগে সেই ঢিল।

এছাড়াও কুণাল জানান, পুলিসের অনুমতি নিয়ে সভা করার পরেও বিজেপি সমর্থকেরা কীভাবে এই কাজ করে। পুলিসের কাছে জবাব চাইবেন বলেও তিনি জানান।

চলতি মাসেই ত্রিপুরার চারটি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। আর এই উপনির্বাচন থেকেই কার্যত আগামী বছরের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে তৃণমূল। যে কারণেই বাকি রাজনৈতিক দলের সঙ্গে পাল্লা দিতে মঙ্গলবার ত্রিপুরা পৌঁছচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই নির্বাচনী প্রচারে নেমে পড়বেন তিনি। পথসভা এবং করবেন প্রার্থীদের নিয়ে। তার আগে এই ধরনের হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই সুর চড়াচ্ছে তৃণমূল।

তবে, শুধু অভিষেক নন। এই উপনির্বাচনে তারকা প্রচারকদের নামের তালিকাও প্রকাশ করেছে তৃণমূল। তার মধ্যে অন্যতম হলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যে তালিকায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন, রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ত্রিপুরা তৃণমূলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ মোট ২৭ জন স্টার ক্যাম্পেনার। তার মধ্যে অন্যতম মুখ হলেন সাংসদ মিমি চক্রবর্তী, শত্রুঘ্ন সিনহা, দেব, জুন মালিয়া, সোহম, সায়ন্তিকা-সহ একঝাঁক তারকা নেতা-নেত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*