মহিলা মোর্চার বিক্ষোভে উত্তাল ভবানী ভবন চত্বর, গ্রেফতার অগ্নিমিত্রা পল

Spread the love

ভোটপরবর্তী হিংসা ও ধর্ষণের প্রতিবাদে কলকাতা ও জেলায় জেলায় বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ। বৃহস্পতিবার কলকাতায় ভবানী ভবনের সামনে বিক্ষোভে নেতৃত্ব দেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। ভবানী ভবনের সামনে পথ অবরোধ করেন তাঁরা। এর পর পুলিশ অগ্নিমিত্রা-সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও বিজেপি কর্মীদের ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিল বিজেপি। এদিন কলকাতায় ভবানী ভবন ছাড়াও সিমলা স্ট্রিটে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। ভবানী ভবনে বিক্ষোভে নেতৃত্ব দেন অগ্নিমিত্রা। ভবানী ভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলা মোর্চার কর্মীরা।

এদিন সংবাদমাধ্যমকে অগ্নিমিত্রা বলেন রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। সিপিএম ধর্ষণকে রাজনৈতিক অ্যাজেন্ডা হিসাবে ব্যবহার করতো। তৃণমূলও তাই করছে। কেন বিজেপি করায় ধর্ষণের শিকার হতে হবে একজন নারীকে? মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে কি নারী সুরক্ষার এই উদাহরণ?

এর পরই অগ্নিমিত্রাকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, সরকারি কাজে বাধাদান, যানচলাচলে বাধাদান ও করোনাবিধি ভাঙায় বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়েছে। তাদের লালবাজারে এনে জামিন দেয় পুলিশ। এদিন বিক্ষোভ হয় অগ্নিমিত্রার বিধানসভা কেন্দ্র আসানসোলসহ রাজ্যের একাধিক প্রান্তে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*