অগ্নিপথ নিয়ে লাগাতার বিক্ষোভের জেরে ক্রমশই কেন্দ্রের উপর চাপ বাড়ছে। সেই চাপের মুখে পড়ে ইতিমধ্যেই নিয়োগের ক্ষেত্রে এবছরের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়েছে কেন্দ্র। কেন্দ্রের উপর আরও চাপ বাড়াতে টুইট করে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। সিপিআই সাংসদ বিনয় বিশ্বমও এই প্রকল্প প্রত্যাহারের দাবিতে চিঠি লিখেছেন কেন্দ্রকে। তাঁদের বক্তব্য, এই প্রকল্প যুব সমাজের মধ্যে হতাশার জন্ম দেবে। যুব সমাজের এমন প্রতিক্রিয়া পাওয়ার পর অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রকে পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন তাঁরা।
কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের আঁচ শুধুমাত্র যুবকদের মধ্যে পড়েছে এমনটাও নয়। বেশিরভাগ বিরোধী দলই কেন্দ্রের এই প্রকল্পের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী শুক্রবার সকালে টুইট করে প্রবল নিন্দা করেছেন এই প্রকল্পের।
কেন্দ্রের কাছে তাঁদের প্রশ্ন, নতুন সেনা নিয়োগ প্রকল্প যুব সম্প্রদায়কে কী দেবে? বহুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন যুবকরা। কিন্তু চার বছরের এই নীতিতে তাঁদের ভবিষ্যত সুনিশ্চিত নয়। যেই প্রকল্পে চাকরির গ্যারান্টি নেই, পেনশন সুবিধা নেই, সেই প্রকল্প না থাকাটাই বাঞ্ছনীয় বলে মনে করছেন তাঁরা। অবিলম্বে এই প্রকল্প প্রত্যাহার করে আগের মতোই সেনাবাহিনীতে নিয়োগ করার দাবি জানিয়েছেন প্রিয়াঙ্কা।
বিরোধীদের মতে, এই প্রকল্প যুব সমাজের মধ্যে হতাশার জন্ম দেবে। চার বছর সেনার কাজ করার পর যাদের বসিয়ে দেওয়া হবে, তাদের বাকি জীবন কীভাবে কাটবে তা নিয়ে দুশ্চিন্তায় থাকবেন তাঁরা। কারণ, এখন ১৫ বছর সেনায় কাজ করার পর অবসর নেওয়া সেনাদেরও ভাল চাকরি জুটছে না। সেখানে চার বছর চাকরি করার পর ৭৫ শতাংশকে সেনা থেকে অবসরে পাঠানো হলে হতাশাই বাড়বে।
Be the first to comment