অগ্নিপথ সেনা নিয়োগের প্রকল্প নিয়ে বিতর্ক থামেনি। এর মধ্যেই শুরু হয়ে গেল নিয়োগ প্রক্রিয়া। এই তারিখ থেকে ভারতীয় বায়ুসেনায় আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
ভারতীয় বায়ুসেনায় অগ্নিপথ স্কিমের আওতায় নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া শুক্রবার ২৪ জুন জুন থেকে শুরু হবে।এই ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ৫ই জুলাই রাখা হয়েছে। অনলাইন পরীক্ষা হবে ২৪শে জুলাই। এই নিয়োগ হবে ৬টি পদের জন্য হবে। যার জন্য আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা লাগবে।
সাধারণ দায়িত্বের জন্য প্রার্থীদের ৪৫% নম্বর সহ দশম শ্রেণি পাশ করতে হবে। এর জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজিতে ১২ ক্লাস পাশ-সহ মোট ৫০% নম্বর থাকতে হবে। যদি আপনার তিন বছরের ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকে, তবে তারাও আবেদন করতে পারেন।ক্লার্ক/স্টোরকিপার পদের জন্য প্রার্থীর ৬০% নম্বর-সহ ১২ ক্লাস পাশ হওয়া বাধ্যতামূলক। এ ছাড়াও ইংরেজি ও গণিতে ৫০% নম্বর প্রয়োজন।ট্রেডসম্যানদের ক্ষেত্রে দশম ও অষ্টম পাশ প্রার্থীদের আলাদা নিয়োগ হবে।
Be the first to comment