অগ্নিপথ প্রকল্প দেশের সঙ্গে মোদির বেইমানি, রদ করবইঃ রাহুল গান্ধী

Spread the love

কোনও ভাবেই ‘অগ্নিপথ’কে পথে নামতে দেবে না কংগ্রেস। ইডির জিজ্ঞাসাবাদের ধকল সামলে ফের কেন্দ্রকে নিশানা রাহুলের। তাঁর অভিযোগ, এই অগ্নিপথ প্রকল্প দেশের যুব শক্তির সঙ্গে কেন্দ্রের বিশ্বাসঘাতকতার নামান্তর। কংগ্রেস এই প্রকল্প বাতিল করিয়েই ছাড়বে চ্যালেঞ্জ রাহুলের। তাঁর কথায়, একইসঙ্গে দেশের সেনাবাহিনীকে অসম্মান করেছেন প্রধানমন্ত্রী। আমরা এটা চলতে দেব না। এই প্রকল্প বাতিল করতেই হবে কেন্দ্রকে। এই মঞ্চ থেকে তিনি আরও একবার দেশের ছাত্র-যুবদের পাশে থাকার আশ্বাস দেন।

মাত্র চার বছরের জন্য সামরিক বাহিনীতে চুক্তির ভিত্তিতে ‘অগ্নিপথ’ নিয়োগের বিরুদ্ধে দেশজুড়ে অন্দোলন চলছে। যে আন্দোলনের ছাত্র যুবদের পাশে থাকতে দেখা গিয়েছে বিরোধীদের। এমনকি এই প্রকল্পের প্রথম থেকেই বিরোধিতা করেছেন রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী। রবিবার যন্তরমন্তরের সামনে অগ্নিপথের বিরোধিতায় কংগ্রেস সাংসদদের অবস্থান বিক্ষোভে সামিল হন প্রিয়াঙ্কা।

সেখানেই তিনি অভিযোগ করেন, অগ্নিপথ প্রকল্প দেশের সেনাবাহিনীর ক্ষতি করবে। সেনার মনোবল ভেঙে দেবে। এছাড়াও প্রিয়ঙ্কা বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার জাতীয়তাবাদের ভুয়ো হাওয়া তুলছে। মানুষকে ভুল বোঝাচ্ছে। তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত করছে। এভাবে চললে আগামী দিন দেশের ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর দিকে এগিয়ে যাবে।

এমনকি হাসপাতাল থেকেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অগ্নিপথ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন। আন্দোলনকারীদের উদ্দেশে শনিবার এক চিঠিতে অসুস্থ সোনিয়া লেখেন, অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে আপনারা যে আন্দোলন করছেন, জাতীয় কংগ্রেস তার পাশে সবসময় আছে। এবার একই ভাবে কেন্দ্রকে তোপ দেগে অগ্নিপথ বিক্ষোভকারীদের পাশে থাকার বার্তা দিলেন রাহুলও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*