রাস্তাঘাটে হনুমানের তাণ্ডব নতুন নয়। কিন্তু সেই হনুমানই যদি এক রত্তি শিশুকে ছিনিয়ে, কামড়ে মেরে ফেলে!! আঁতকে উঠলেন?
গত সোমবার হনুমানের এরকমই নৃশংস হামলা কেড়ে নিল সদ্যোজাতোর প্রাণ। আগ্রার কাচ্ছারা এলাকার ব্যস্ত রাস্তায় মায়ের কোল থেকে তাঁর ১২ দিনের শিশুকে ছিনিয়ে নিল মস্ত হনুমান। তারপর যা ঘটল তা এক কথায় ভয়ঙ্কর।
জানা যাচ্ছে, শিশুকে ছিনিয়ে তাকে কামড়াতে শুরু করে হনুমান। সবাই মিলে ধরতে গেলে লাফিয়ে লাফিয়ে অন্য জায়গায় যেতে থাকে সে। কখনও বাড়ির ছাদ বা বারান্দায়, কখনও বা গাছে।ক্ষত –বিক্ষত শিশুর ঘাড় কামড়ে এদিক-ওদিক লাফাতে শুরু করে। অতি কষ্টে হনুমানের হাত থেকে শিশুকে রক্ষা করে তার মা-বাবা। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে রক্তাক্ত শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়।
আগ্রার কাচ্ছারা এলাকায় হনুমান তাণ্ডব এর আগেও হয়েছে ,তবে শিশু মৃত্যু এই প্রথম।মৃত সদ্যোজাতের নাম সানি দিয়েছিলেন বাবা-মা। পেশায় অটো চালক যোগেশ ও তাঁর স্ত্রী নেহার প্রথম সন্তান সানি। হনুমানের মুখে ছেলেকে দেখে তখনই জ্ঞান হারান মা নেহা, পরে ১২ দিনের শিশুর নিথর দেহের সামনেই কান্নায় ভেঙে পড়েন।
আগ্রায় হনুমানের হামলায় মৃত্যুর ঘটনাও নতুন নয়। গত বছরই এক বাইক আরোহীকে কামড়ে মেরে ফেলে হনুমান। জানা যাচ্ছে, গোটা আগ্রায় মোট ৫০ হাজার হনুমান আছে।গত ১০ বছর ধরে আগ্রার বিভিন্ন এলাকায় চলছে হনুমানের দাদাগিরি। যা বন্ধ না হলে মৃত্যর সংখ্যা বাড়বে বলে মনে করছে আতঙ্কিত মানুষ।
Be the first to comment