ভারতের প্রতিভাবান মহিলা বক্সাররা – নিতু (৪৮ কেজি), জ্যোতি গুলিয়া (৫১ কেজি), সাকি চৌধুরী (৫৪ কেজি) এবং শশী চোপড়া (৫৭ কেজি) – ভারতকে রবিবার গুয়াহাটিতে AIBA ওয়ার্ল্ড উইমেন ইয়ুথ চ্যাম্পিয়নশিপে চারটি স্বর্ণপদক এনে দেন। এর আগে নেহা যাদব (৮১ কেজি) এবং অনুপমা (৮১+ কেজি) ভারতের জন্য টুর্নামেন্টে দুইবার ব্রোঞ্জ পদক জিতেছেন। তবে ফাইনালের প্রথম সেটেই সোনা জয় করে ভারত এ টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স দিয়েছে।
কাজাখাস্তানের ঝাজিরা উরাকবেয়েভের বিপক্ষে প্রথম জয়টি আনেন নিতু, যিনি বলেছেন, সেমিফাইনালের তুলনায় এটি একটি সহজ ফাইনাল ছিল। আমার কাছে খুব কঠিন লড়াই হয়নি।
অন্যদিকে জ্যোতির সাথে রাশিয়ার একতারিনো মোলচানোভার ঘাড়ে-ঘাড়ে লড়াই ছিল। শেষ পর্যন্ত জ্যোতি জয়লাভ করেন।
ইংল্যান্ডের আইভি-জেন স্মিথের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ী হয় সাকি চৌধুরী এবং শশী ভিয়েতনামের নাগোক ডো হংকের বিপক্ষে ৩-২ ফলে জয়ী হন।
ভারত ২০১১ সালে এই প্রতিযোগিতায় সরজুবালা দেবী ভারতকে স্বর্ণপদক দিয়েছিলেন। তারপর থেকে এখনো পর্যন্ত প্রতিযোগিতাগুলোতে কেবলমাত্র একটি ব্রোঞ্জই পেয়েছিলো। সেক্ষেত্রে এবারের প্রতিযোগিতা ভারতের পক্ষে সেরা পারফরম্যান্স।
Be the first to comment