মাঝ আকাশে একেবারে ধুন্ধুমার কাণ্ড ! আর সেটাও এক মদ্যপ মহিলা যাত্রীর জন্য ৷ ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনারে ৷ এক মাঝবয়সী আইরিশ মহিলা যাত্রী ড্রিঙ্কস না পেয়ে বিমানের ক্রুই মেম্বারকে গালিগালাজ করার পাশাপাশি ককপিটে ঢুকে পাইলটকে থুতুও ছিটিয়ে এলেন ৷
গালিগালাজের কয়েকটি নমুনা ছিল এমনই ৷ মাঝবয়সী ওই মহিলাকে এভাবে অ্যালকোহল না পেয়ে চিৎকার করতে দেখে অবাক হয়ে পড়েন বিমানসেবিকারাও ৷ শেষপর্যন্ত লন্ডনে বিমান অবতরণের পর ওই মহিলাকে গ্রেফতার করা হয় ৷ বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই খাওয়াদাওয়ার পর বেশি মাত্রায় পানীয় সেবন করে গালিগালাজ শুরু করেন ওই মহিলা ৷ কারণ তিনি আরও মদ চাইছিলেন ৷ যা তাঁকে দিতে অস্বীকার করেন বিমানকর্মীরা ৷ কারণ মহিলা তখন স্বাভাবিক অবস্থায় ছিলেন না ৷ মদ্যপ অবস্থায় যাতে কোনও বিপদ না ঘটে, তার জন্যই আর অ্যালকোহল মহিলাকে দিতে চাননি বিমানসেবিকারা ৷ তারপরেই এই কাণ্ড ঘটান মহিলা ! দেখে নিন সেই ভিডিও ৷
Be the first to comment