বিমানে বসেই বিমান ওড়ানোর হুমকি, আটক অভিযুক্ত; পড়ুন!

Spread the love

‘টেক-অফের সময় উড়িয়ে দেব ফ্ল‌াইট৷ কেউ বাঁচবে না৷’ মুখে রুমাল বেঁধে বিমানে বসে ক্রমাগত এমনই সব কথা বলে চলেছিল যাত্রীটি ৷ বাকি যাত্রীদের সেই হুমকি ফোন কানে যায় ৷ এরপরই কয়েক জন যাত্রী বিষয়টি জানান বিমান কর্তৃপক্ষকে ৷ বিমানটি তত্‍‌ক্ষণাত্‍‌ খালি করা হয় ৷ সোমবার সকালে দমদম বিমানবন্দরের ঘটনা ৷ জানা গিয়েছে, বিমানটি তখন ছাড়ার মুখে ৷ এক যাত্রী বিমানে বসে টেক-অফের সময় বিমানটি বিস্ফোরণের হুমকি দিচ্ছিল ফোনে৷ যাত্রীদের প্রাণে মারাও হুমকি শোনা যায় তার গলায় ৷ যাত্রীদের কাছে খবর পেয়েই এয়ার ট্র্যাফিক কন্ট্র‌োলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট ৷

এরপরই রানওয়ে থেকে বিমানটি ফেরানো হয় ট্যাক্সি বে-তে ৷ দ্রুত যাত্রীদের নামিয়ে খালি করা হয় ৷ গোটা বিমান তল্লাশি শুরু করে সিআইএসএফ ৷ অভিযুক্ত যাত্রীকে আটক করে জেরা করা হচ্ছে ৷ কাকে ফোন করছিল ওই যাত্রী, তা জানার চেষ্টা চলছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*