আজকের দিন

আবুল কালাম মহিউদ্দিন আহমেদ

(জন্মঃ ১১ নভেম্বর ১৮৮৮ – ২ ফেব্রুয়ারি ১৯৫৮) তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তিনি মৌলানা আবুল কালাম আজাদ (তাঁর ছদ্মনাম ছিল আজাদ) নামেই অধিক পরিচিত।… বিস্তারিত

আজকের দিন

স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জী

(জন্ম: ১০ নভেম্বর, ১৮৪৮ – মৃত্যু: ৬ আগস্ট, ১৯২৫)

ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের একজন বিশিষ্ট নেতা। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা। পরে এ দলটিকে নিয়ে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। তাঁকে রাষ্ট্রগুরু সম্মানে ভূষিত করা হয়েছিল।… বিস্তারিত

আজকের দিন

অজয় ঘটক

( জন্ম ১৯৩৯ সালে ৯ নভেম্বর) তিনি একজন ভারতীয় পদাৰ্থবিজ্ঞানী ও পদাৰ্থবিজ্ঞানবিষয়ক পাঠ্যপুথির রচক। তিনি ইতিমধ্যে ১৭০ -র ও অধিক গবেষণা পত্ৰ আর ২০ র বেশি অধিক পাঠ্যপুথি রচনা করেছেন। দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্ৰী লাভ করার পর কৰ্ণেল বিশ্ববিদ্যালয়ের পর পি এইচ ডি ডিগ্ৰী লাভ করেন।… বিস্তারিত

আজকের দিন

লালকৃষ্ণ আডবানী

জন্মঃ ৮ই নভেম্বর, ১৯২৭
তিনি ভারতবর্ষের সপ্তম উপ প্রধানমন্ত্রী (২০০২-২০০৪) অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীর সময়কালে। তিনি ভারতীয় জনতা পার্টির নেতা।… বিস্তারিত

আজকের দিন

স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন

জন্মঃ ৭ ই ১৯৮৮ সালে তিনি তিরুচিরাপল্লিতে জন্মগ্রহণ করেন। ভারতীয় বিজ্ঞানী যিনি রামন ক্রিয়া আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কারের পিছনে ছিল আলোর বিচ্ছুরণ বিষয়ে তার মৌলিক আবিষ্কার। তাঁর ভাতিজা সুব্রামানিয়ান চন্দ্রশেখরও ১৯৮১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পান।… বিস্তারিত

আজকের দিন

হারাধন বন্দ্যোপাধ্যায়

জন্ম: ৬ নভেম্বর ১৯২৬ কুষ্টিয়া, বাংলাদেশ।
মৃত্যু: ৫ জানুয়ারি ২০১৩ (৮৬ বছর) কলকাতা, পশ্চিমবঙ্গ।
পেশা: অভিনেতা (কার্যকাল১৯৪৮ থেকে ২০১৩)
.
১৯২৬ সালের ৬ই নভেম্বর অবিভক্ত বাংলার তৎকালীন কুষ্টিয়া মহকুমায় জন্মগ্রহণ করেন। ম্যাট্রিক পাস করেন ১৯৪৪ সালে৷ আই-এ-তে ভর্তি হন কলকাতার সিটি কলেজে৷ স্নাতক হওয়ার পর চাকরিজীবনের শুরু গান অ্যান্ড শেল কোম্পানিতে৷ ১৯৪৬-এ যোগ দেন বিমা সংস্থায়৷ সেখান থেকেই অবসর নেন৷… বিস্তারিত

আজকের দিন

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ

৫ নভেম্বর ১৮৭০ – ১৬ জুন ১৯২৫)

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ হলেন একজন বাঙালি আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি স্বরাজ্য পার্টি-র প্রতিষ্ঠাতা। তাঁর সময়ের অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী উকিল হওয়া সত্ত্বেও তিনি তাঁর সম্পদ অকাতরে সাহায্যপ্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সুপরিচিত হয়ে আছেন।… বিস্তারিত

আজকের দিন

ঋত্বিক ঘটক বা ঋত্বিক কুমার ঘটক

(জন্ম : ৪ নভেম্বর, ১৯২৫ – মৃত্যু : ৬ ফেব্রুয়ারি, ১৯৭৬) একজন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক। তাঁর জন্ম পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশের) ঢাকা শহরের ঋষিকেশ দাস লেনে। ১৯৪৭ এর ভারত বিভাগের পরে তাঁর পরিবার কলকাতায় চলে যায়। বাংলা চলচ্চিত্র পরিচালকদের মধ্যে তিনি সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের সাথে তুলনীয়। ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণের কারণে তিনি যেমন প্রশংসিত ছিলেন; ঠিক তেমনি বিতর্কিত ভূমিকাও রাখেন।… বিস্তারিত

আজকের দিন

আচার্য দীনেশচন্দ্র সেন

(জন্মঃ- ৩ নভেম্বর, ১৮৬৬ – মৃত্যুঃ- ২০ নভেম্বর, ১৯৩৯)(সংসদ বাঙালি চরিতাভিধান অনুযায়ী) সাহিত্যিক এবং বাংলাভাষার ইতিহাসবিদ।
১৮৯৬ সালে দীনেশচন্দ্রের বঙ্গভাষা ও সাহিত্য শীর্ষক একটি আকরগ্রন্থ প্রকাশিত হয় যা তাঁর দীর্ঘ গবেষণার ফসল। তিনি উপাচার্য স্যর আশুতোষ মুখোপাধ্যায়ের আহবানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট হন।… বিস্তারিত

আজকের দিন

শাহরুখ খান (এস আর কে)

(জন্ম ২রা নভেম্বর, ১৯৬৫),
তিনি একজন বিখ্যাত ভারতীয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক এবং মানবপ্রেমিক। ১৯৮০ এর শেষের দিকে বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।… বিস্তারিত

আজকের দিন

ঐশ্বর্যা রাই বচ্চন

(জন্ম: নভেম্বর ১, ১৯৭৩),
ঐশ্বর্যা রাই বচ্চন মাঙ্গালোরে কৃষ্ণারাজ রাই এবং ভ্রিন্দা রাই এর ঘরে জন্মগ্রহণ করেন। তিনি একজন জাতীয় পুরস্কার বিজয়ী ভারতীয় অভিনেত্রী এবং প্রাক্তন বিশ্ব সুন্দরী। অভিনয় জগতে পদার্পণ করার আগে তিনি মডেল হিসেবে কাজ করতেন এবং ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন। … বিস্তারিত

আজকের দিন

বল্লভভাই পটেল

(31 October 1875 – 15 December 1950) 

তিনি ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। তাকে ভারতের লৌহমানব বলা হয়। তিনি স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী।
গুজরাটের কুর্মী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন প্যাটেল। তুলনায় বেশি বয়েসে ম্যাট্রিক পাশ করেন (২২ বছর)। … বিস্তারিত

আজকের দিন

সুকুমার রায়

(জন্ম ১৮৮৭ – ১৯২৩)
তিনি একজন বাঙালি শিশুসাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে “ননসেন্স রাইমের” প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার। তিনি ছিলেন জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান এবং তাঁর পুত্র খ্যাতিমান চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।… বিস্তারিত

আজকের দিন

বিজেন্দর সিং বেনিওয়াল

(জন্ম ২৯ অক্টোবর, ১৯৮৫)
(বিজেন্দর সিং বা বিজেন্দর বেনিওয়াল নামেও পরিচিত) অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার। হরিয়ানার ভিওয়ানি জেলার কালওয়াসের অধিবাসী। জাট পরিবারের সন্তান। ছেলেবেলা কেটেছে গ্রামে। সেখানেই স্কুলশিক্ষা।

বিস্তারিত

আজকের দিন

মার্গারেট এলিজাবেথ নোবেল

২৮ অক্টোবর ১৮৬৭ সালে টাইরন; উত্তর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন অ্যাংলো-আইরিশ বংশোদ্ভুত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। ১৮৯৫ সালে লন্ডন শহরে তিনি স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ পান এবং ১৮৯৮ সালে ভারতে চলে আসেন।… বিস্তারিত

আজকের দিন

ইরফান খান পাঠান

জন্ম: ২৭ অক্টোবর ১৯৮৪
তিনি একজন ভারতীয় ক্রিকেটার যিনি ২০০৩ সালে একদিনের আন্তর্জাতিকে আত্মপ্রকাশ করেন। বর্তমানে তিনি ভারতের ওয়ানডে ক্রিকেটে ৮ম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ও টোয়েন্টি২০ আন্তর্জাতিকে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
পাঠান ২৭ অক্টোবর ১৯৮৪ ভারতের গুজরাট, বরোদা জন্মগ্রহণ করেন।… বিস্তারিত

আজকের দিন

শের-এ-বাংলা আবুল কাশেম ফজলুল হক

(অক্টোবর ২৬, ১৮৭৩ – এপ্রিল ২৭, ১৯৬২)
তিনি একজনবাঙালি রাজনীতিবিদ। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিত ছিলেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শের-এ-বাংলা (বাংলার বাঘ) এবং ‘হক সাহেব’ নামে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদে অধিস্তান করেছেন তার মধ্যে কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭ – ১৯৪৩), পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী (১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী (১৯৫৫), পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬ – ১৯৫৮) অন্যতম।  যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। … বিস্তারিত

আজকের দিন

পাবলো রুইজ ই পিকাসো

জন্মঃ ২৫ অক্টোবর
যিনি পাবলো পিকাসো হিসেবে পরিচিত, ছিলেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি এবং নাট্যকার। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত এবং অত্যন্ত প্রভাবশালী শিল্পী হিসেবে তিনি কিউবিস্ট আন্দোলনের সহ-পতিষ্ঠাতা, গঠনকৃত ভাস্কর্যের উদ্ভাবন, কোলাজের সহ-উদ্ভাবন, এবং চিত্রশৈলীর বিস্তৃত ভিন্নতার কারণে অধিক পরিচিতি লাভ করেন। … বিস্তারিত

আজকের দিন

ক্যাপ্টেন ডাক্তার লক্ষ্মী সেহগল

জন্মদিন : ২৪ অক্টোবর ১৯১৪

ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী ছিলেন। ডা. লক্ষ্মী ছিলেন সিঙ্গাপুরের এক বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। পরে তিনি তাঁর লোভনীয় কর্মজীবন ত্যাগ করে আজাদ হিন্দ ফৌজের রানি ঝাঁসি রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করেন। এশিয়ায় এ ধরনের নারীবাহিনী ছিল সর্বপ্রথম এবং এক সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির পরিচায়ক। এ দায়িত্বের পাশাপাশি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে তিনি আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। বিবাহ-পূর্ব সময়কালীন তাঁর নাম ছিল লক্ষ্মী স্বামীনাথন। লক্ষ্মী সেহগলকে ভারতের জনগণ ক্যাপ্টেন লক্ষ্মী হিসেবে চিনে থাকেন। … বিস্তারিত

আজকের দিন

পেলে

 জন্ম – ২৩ অক্টোবর ১৯৪০

তিনি ব্রাজিলের বিখ্যাত ফুটবল খেলোয়াড়। তাঁর পূর্ণ নাম এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু (Edson Arantes do Nascimento)। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন। তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার। ..বিস্তারিত

আজকের দিন

পরিনীতি চোপড়া

জন্ম : ২২ অক্টোবর ১৯৮৮

তিনি একজন ভারতীয় অভিনেত্রী। ২০১১ সালে লেডিস ভার্সেস রিকি বেহেল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন । শুরুতে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চেয়েছিলেন পরিনীতি চোপড়া, তবে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স এবং অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রি নেওয়ার পর ২০০৯ সালে ভারতে চলে আসেন । ..বিস্তারিত

আজকের দিন

শ্যামশের রাজ কাপুর

জন্ম: ২১ অক্টোবর, ১৯৩১

মুম্বইয়ে জন্মগ্রহণকারী ভারতীয় চলচ্চিত্র শিল্প জগতের একসময়কার জনপ্রিয় নায়ক এবং চলচ্চিত্র পরিচালক ছিলেন। ১৯৫০ ও ১৯৬০-এর দশকে হিন্দি সিনেমা অঙ্গনে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়, শীর্ষস্থানীয় চিত্রতারকা শিল্পী ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তাঁর পিতা পৃথ্বীরাজ কাপুর ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র তারকা এবং থিয়েটারের অভিনেতা। ..বিস্তারিত

আজকের দিন

সিদ্ধার্থশঙ্কর রায়

জন্মদিন : ২০ অক্টোবর ১৯২০

তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ এবং জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। তিনি ছিলেন একজন খ্যাতনামা ব্যারিস্টার, পাঞ্জাবের প্রাক্তন রাজ্যপাল ও ভারতের প্রাক্তন শিক্ষামন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেন তিনি। ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ..বিস্তারিত

আজকের দিন

সানি দেওল (অজয় সিং দেওল) ১৯ অক্টোবর, ১৯৫৬ সালে লুধিয়ানার সাহনেওয়াল জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় অভিনেতা,নির্দেশক ও প্রয়োজক। সানি দেওল দুইবার করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

তাঁর অভিনীত সিনেমাগুলির হল

বেতাব, ম্যাঁ তেরা দুশমন, ত্রিদেব, চালবাজ, বার্দি, আগ কা গোলা, ক্রোধ, ঘায়েল, যোদ্ধা, নার্সিমহা, কসাম, বিস্বআতমা, গুনাহ, লুটেরা, ক্ষত্রিয়, দামিনী, ইজত্‍ কী রুটি, বীরতা, ইনসানিয়াত, ইমতিহান, দুশমানি, অঙ্গরক্ষক,  জিত্‍, ঘাতক, বর্ডার, অর পেয়ার হো গেয়া, জিদ্দি, কেহের, জোর, সালাখেঁ, পেয়ার কোই খেল নাহি, অর্জুন ..বিস্তারিত

আজকের দিন

পরিতোষ সেন

জন্মদিন : ১৮ অক্টোবর ১৯১৮

একজন ভারতীয় চিত্রশিল্পী। তিনি বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৪২ খ্রিস্টাব্দে তিনি আধুনিকতাবাদী কলকাতা গ্রুপ-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ফ্রান্সের নামকরা শিল্পকলা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে তিনি অধ্যয়ন করেন, যেমন আকাদেমি আঁদ্রে লোত, আকাদেমি দ্য লা গ্রঁদ শমিয়ের, একোল দে বোজাখ এবং প্যারিসের একোল দু লুভ্র্‌।

ভারতে ফেরার পর তিনি প্রথমে বিহারে শিক্ষকতা করেন, পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। পরিতোষ সেন যাদবপুরে অবস্থিত মুদ্রণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ‘দ্য রিজিয়োনাল ইন্সটিটিউট অব প্রিন্টিং টেকনোলজি’তে অনেক বছর ডিজাইন অ্যান্ড লে-আউটের শিক্ষক ছিলেন।…বিস্তারিত

আজকের দিন

অনিল রাধাকৃষ্ণ কুম্বলে

জন্মদিন : ১৭ অক্টোবর, ১৯৭০ স্থান- বেঙ্গালুরু, কর্ণাটক

তিনি একজন ভারতীয় ক্রিকেটার যিনি একদিনের এবং টেস্ট উভয় ক্রিকেটেই ভারতের সর্বোচ্চ উইকেট পেয়েছেন। কুম্বলে হোলি সেইন্ট ইংলিশ স্কুলে প্রাথমিক পড়াশোনা শুরু করেন। ১৩ বছর বয়সে ‘ইয়ং ক্রিকেটারস’ নামের ব্যাঙ্গালোরের এক ক্লাবে তিনি তাঁর খেলাধুলা শুরু করেন। এবং পরে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তাঁর ডাকনাম হলো জাম্বু। ১৯৯০ সালে তিনি কর্ণাটকের হয়ে প্রথম খেলেন তারপরই অষ্ট্রেল-এশিয়া কাপের জন্য তাঁকে সিলেক্ট করা হয়। টেস্ট ও একদিনের সিরিজে অনেক রেকর্ড তিনি গড়েছেন।  ১৯৯৫ সালে ভারত সরকার তাঁকে অর্জুন অ্যাওয়ার্ডে করে। …বিস্তারিত

আজকের দিন

জন লেনন

জন্মদিন : ৯ অক্টোবর ১৯৪০, স্থান- লিভারপুল, ইংল্যান্ড

বিটল-স্টার জন উইনস্টন লেনন-এর খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে সুবিদিত। তিনি শুধুমাত্র যে ব্যান্ডের গায়ক ছিলেন তা নয়, তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার, গায়ক। সবথেকে বড়ো কথা হলো তিনি একজন সমাজকর্মী। তাঁর প্রত্যেকটি গানই ছিল জীবনের গান। সমাজের নানা বিষয় প্রতিফলিত হতো তাঁর গানের মধ্য দিয়ে। তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম হলো ‘গিভ পিস এ টার্ন’, ‘ওয়ার্কিং ক্লাস হিরো’ ও ‘ইমাজিন’। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিদ্রোহী প্রকৃতির। …বিস্তারিত

আজকের দিন

শতাব্দী রায়

জন্মদিন : ৫ অক্টোবর ১৯৬৮, স্থান- আগরপাড়া

শতাব্দী রায় বাংলার রুপোলি পর্দার জগতে এক উজ্জ্বল মুখ। তপন সিনহার ‘আতঙ্ক’-ই হোক, অথবা হরনাথ চক্রবর্তীর ছবিই হোক, বাংলা ছবির দর্শকেরা তাঁর বহুমুখী প্রতিভার পরিচয় বারবার পেয়েছেন। আতঙ্ক ছবির জন্য তিনি বেস্ট সার্পোটিং অ্যাকট্রেস পুরস্কার পান। অমর বন্ধন, গুরুদক্ষিণা, অন্তরঙ্গ, আপন আমার আপন, আবিষ্কার, শ্রদ্ধাঞ্জলি, সখী তুমি কার প্রভৃতি কমার্শিয়াল ছবির পাশাপাশি তপন সিনহার ৯০-এর দশকে ছবি অর্ন্তধান-এও তিনি ব্যক্তিক্রমী অভিনয়ের সাক্ষর রাখেন।… বিস্তারিত