আজকের রাশিফল (১৬.০১.১৮)

Spread the love

জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)

মেষ –কর্ম প্রার্থীদের জন্য একটি অশুভ দিন। কর্মক্ষেত্রে বদলির সম্ভবনা।
বৃষ –শারীরিক অসুস্থতা। কোনো কারনে পারিবারিক অশান্তি।
মিথুন – বৃত্তিমূলক কর্মে সাফল্য। আর্থিক লাভ
কর্কট – জলজাত দ্রব্যের ব্যবসায় লাভ। গৃহ সুখ বৃদ্ধি।
সিংহ – কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ করা অনুচিত।
কন্যা – বৃত্তিমূলক কর্মে অসাফল্য। অযাচিতভাবে সাহায্য থেকে সমাধান।
তুলা – গৃহে আত্মীয় সমাগম। দাম্পত্য সুখ বৃদ্ধি।
বৃশ্চিক – একটি মাঝারি দিন। ভ্রমন সুখ।
ধনু – পুরানো সমস্যা থেকে মুক্তি। গৃহ পরিবেশে শান্তি।
মকর – চোখের কষ্টে ভোগান্তি। ক্ষেত্র বিশেষে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কুম্ভ – অংশীদারি ব্যবসায় সাফল্য। সন্তানের বিদ্যায় উন্নতি।
মীন – বিদেশে ভ্রমনের সম্ভবনা। কর্ম সূত্রে বাইরে যেতে হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*