কবিতাঃ আকাঙ্ক্ষা

Spread the love

চন্দ্রাবলী ব্যানার্জী:

কেন চাও ভালোবাসার উত্তাপ

কেন আকিঞ্চন করো তোমার ঠোঁটে

কারুর নি:শব্দ উড়ো চিঠি?

এখন কথা বোলো না,

শব্দহীনতার ঠাকুমার ঝুলিটা

খুলতে খুলতে সোনার কাঠি

পরতে পরতে শরীরে বোলায়,

মনের নরম জমির সন্ধানে ব‍্যস্ত হয়,

নীলকমলের ঠিকানায় পৌঁছে যায়।

জানো ক‍্যাকটাসের শরীর সজারুর কাটা,

আলিঙ্গনে নরম বালিতে

নখ আচড়াতে থাকে।

ভাষা,এখন যেও না মুখরতার কাছে

বরং নদীকে বলো কিছু

ফল্গুধারা ধার দিতে,

যাতে পায়ের পাতা ভিজে যেতে পারে।

তারপর এসো এখানে,

হয়তো এক অচেনা প্রেম অপেক্ষা করে আছে।

তুমি তার কাছে কিছু শব্দহীন লিরিক,

চেয়ে দেখ, হয়তো সে উপহার দিতে পারে

নদীর উজান, কিংবা সাগরের অনন্ত হৃদয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*