মাস খানেক আগেই মুক্তি পেয়েছেন অসমের শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনে নেমে যাবতীয় হিংসার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। সূত্রের খবর, এবার অসমের সেই কৃষক নেতাকেই দলের টানার উদ্যোগ তৃণমূলের। বিজেপিকে হঠাতে তৃণমূলের সঙ্গে তাঁর সংগঠনকে মিশিয়ে দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন খোদ অখিল গগৈ। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেছেন। তবে সব মিলিয়ে এটা ক্রমেই পরিষ্কার হচ্ছে, ত্রিপুরার পাশাপাশি এবার অসমেও বিজেপিকে কোণঠাসা করতে ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে তৃণমূল।
অসমের পাশাপাশি জাতীয় রাজনীতির নিরিখেও এবার একেবারে তাৎপর্যপূর্ণ মোড়। সিএএ বিরোধী সমাজকর্মী তথা রাইজোর দলের প্রধান অখিল গগৈ জানিয়ে দিয়েছেন, ‘বাংলার শাসকদল তৃণমূলের সঙ্গে তাঁর দলকে মিশিয়ে দেওয়ার ব্যাপারে ও বিজেপিকে হঠাতে বিভিন্ন আঞ্চলিক দলগুলির মধ্যে জোট করার ব্যাপারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।’
তিনি বলেন, ‘বিভিন্ন আঞ্চলিক শক্তিকে জোটবদ্ধ করে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নেত্রী হিসাবে প্রজেক্ট করে আমরা ২০২৪এ কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে চাইছি।’ অসমের এই নির্দল বিধায়কের দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নিশ্চিত করেছেন যদি তাঁর সংগঠনকে তিনি তৃণমূলের সঙ্গে মিশিয়ে দেন তবে তৃণমূলের অসম ইউনিটের সভাপতি তাঁকেই করা হবে।’ তিনি জানিয়েছেন, ‘পার্টির কার্যকরী কমিটির বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পাশাপাশি গগৈ জানিয়েছেন,’ ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে তাঁদের দলে তিনদফায় কথাবার্তা হয়ে গিয়েছে।’ তবে সূত্রের খবর কলকাতায় এসে তৃণমূল নেত্রীর সঙ্গেও তিনি কথাবার্তা বলেছেন তিনি। তবে তৃণমূল নেতৃত্ব এখনই এনিয়ে মুখ খুলতে চাননি।
Be the first to comment