কংগ্রেসকে ছাড়াই লোকসভা ভোটে ৩৭-৩৮ ফর্মুলায় লড়বে ভাইপো ও পিসি

Spread the love

উত্তরপ্রদেশে কংগ্রেসকে ছাড়াই শেষপর্যন্ত মহাগাঁঠবন্ধন। লোকসভা ৩৭-৩৮ ফর্মুলায় লড়বে ভাইপো ও পিসি। সূত্রের খবর, এখনও ঘোষণা না হলেও, আসন্ন লোকসভা ভোটের সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টির এটাই হচ্ছে আসন সমঝোতা। মোটা ৮০ আসনের মধ্যে ৩৭টিতে প্রার্থী দেবে মুলায়মের দল। আর ৩৮টি আসনে লড়বে মায়াবতীর দল। ৩টি আসন ছেড়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় জনতা দল বা আরএলডিকে।

তাৎপর্যপূর্ণভাবে কোথাও কংগ্রেসের কোনও নাম নেই। তবে দুটি আসন এখনও ফাঁকা রয়েছে। সেই দুটি হচ্ছে, রায়বেরিলি ও আমেঠী। সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির নির্বাচনী এলাকা। যদিও, এই আসনরফা নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছে প্রদেশ কংগ্রেস। পার্টির সিনিয়র নেতা সলমান খুর্শিদ জানান, কংগ্রেসকে বাদ দিয়ে জোট গড়লে বিজেপি বিরোধী জোটই দুর্বল হয়ে পড়বে। জোটের উদ্দেশ্য ব্যর্থ হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*