মুম্বই পুলিশ ও সাইবার সেলে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী অক্ষরা; পড়ুন!

Spread the love
বিভিন্ন সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে কমল হাসানের মেয়ে অক্ষরার বেশ কয়েকটি গোপন ছবি। যা কোনওভাবেই বাইরে আসার কথা নয় বলে দাবি করছেন অভিনেত্রী। নিজের সেই সব ছবি সোশ্যাল সাইটে দেখে বেশ বিরক্ত অক্ষরা। তাই দেরি না করে মুম্বই পুলিশ ও সাইবার সেলে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী।
অক্ষরার অন্তর্বাস পরা বেশ কয়েকটি ছবি কয়েকদিন আগে ভাইরাল হয়েছে। যা রিপোস্ট হয়ে সোশ্যাল সাইটগুলিতে ছড়িয়ে পড়েছে। অক্ষরার বন্ধু তাঁকে ট্যাগ করে ছবিটি পোস্ট করেন। তারপরই বিষয়টি জানতে পারেন অভিনেত্রী। মনে করা হচ্ছে অভিনেত্রীর ফোন নম্বর হ্যাক করে সমস্ত গোপন ছবি সোশ্যাল সাইটে পোস্ট করা হয়েছে। শুধু অক্ষরা হাসান নয়, এর আগে বহু সেলেবের গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর আগে ব্রিটিশ অভিনেত্রী ও মডেল অ্যামি জ্যাকসনের গোপন ছবি ভাইরাল হয়। সেই নিয়েও ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই একই ঘটনা অক্ষরা হাসানের সঙ্গে, যিনি ২০১৫ সালে তাঁর প্রথম ছবি “সামিতাভ”-এ অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন।
পুলিশে  অভিযোগ করেই থেমে থাকেননি অক্ষরা হাসান। ট্যুইট করে জানিয়েছেন, যে বা যারা এই ধরণের কাজ করে চলেছে, তারা পার পাবে না। মুম্বই পুলিশ ও  সাইবার সেলে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের ট্র্যাক করা শুরু করেছে সাইবার সেল।
৭ নভেম্বর ট্যুইট করেন অক্ষরা হাসান। সেই ট্যুইট দেখে রবিবার মুম্বইয়ের ভারসোভা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়। অক্ষরার অভিযোগ, সামান্য মজা পেতেই কেউ বা কয়েকজন মিলে এই জঘন্য কাজ করেছে। সেলেবদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণের উৎসাহ এখন এতটাই তুঙ্গে যে, অপরাধমূলক কাজ বাড়ছে বলে মনে করছেন তিনি। ট্যুইটারে বিষয়টি নিয়ে বেশ সোচ্চার হয়েছেন অক্ষরা হাসান। কড়া হাতে অপরাধ দমন করতে না পারলে থামবেন না তিনি, ট্যুইটে জানালেন অক্ষরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*