আমাকে ডিএমকেতে ফিরিয়ে নেওয়া হলে ছোটভাই স্ট্যালিনকেই নেতা বলে মেনে নেবঃ এম কে আলাগিরি

Spread the love
গত সপ্তাহেই হুমকির সুরে বলেছিলেন, আমাকে ডিএমকে-তে ফিরিয়ে না নিলে ফল ভুগতে হবে। এক সপ্তাহ যেতে না যেতেই সুর বদলে প্রয়াত ডিএমকে নেতা এম কে করুণানিধির বড় ছেলে এম কে আলাগিরি বললেন, আমাকে যদি ডিএমকে-তে ফিরিয়ে নেওয়া হয়, ছোটভাই স্ট্যালিনকেই নেতা বলে মেনে নেব।
২০১৪ সালে করুণানিধি যখন ছোট ছেলে স্ট্যালিনকে নিজের উত্তরসূরী বলে ঘোষণা করেন, তখন থেকেই আলাগিরির সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়।  আলাগিরি সাফ জানিয়ে দেন, ছোট ভাইকে নেতা বলে মানবেন না। তিক্ততা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছয় যে করুণানিধি বড় ছেলেকে দল থেকে তাড়িয়ে দেন।
এরপর কিছুদিন আলাগিরিকে প্রকাশ্যে দেখা যায়নি। করুণানিধি মারা যাওয়ার পরে শেষকৃত্যের সময় তাঁকে দেখা যায়।  এরপর তিনি নানা স্ববিরোধী মন্তব্য করতে থাকেন। একবার বলেন, আমিই আসল ডিএমকে, পরে বলেন, আমাকে ডিএমকে-তে ফিরিয়ে নিতে হবে। কখনও হুমকি দিয়ে বলেন, আমাকে দলে না ফেরালে পরিণতি হবে মারাত্মক ।
এর পরে স্ট্যালিন সর্বসম্মতভাবে ডিএমকে-র নেতা হন । তখন বোঝা যায়, আসলে আলাগিরির কোনও ক্ষমতা নেই । বৃহস্পতিবার তিনি বলেছেন, আমি ও আমার বন্ধুরা ডিএমকে-তে ফিরতে তৈরি। সেজন্য আমাদের স্ট্যালিনকে নেতা বলে মেনে নিতে হবে, এই তো?
স্ট্যালিন অবশ্য বড় ভাইকে দলে ফেরাতে রাজি নন বলেই জানা যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*