রাতভোর হলেই সোমবার। সকাল ১০টায় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার কথা নয়াদিল্লির কর্মিবর্গ মন্ত্রকে। কিন্তু এখনও পর্যন্ত ছাড়ার অনুমতি দিয়ে ‘রিলিজ অর্ডার’ দেয়নি রাজ্য সরকার। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি কবুল করে মুখ্যসচিবের বদলির নির্দেশ প্রত্যাহারও করেনি কেন্দ্র।
গত শুক্রবার ঘূর্ণিঝড় ‘যশ’-এ বিধ্বস্ত দক্ষিণবঙ্গের পরিদর্শনে এসে কলাইকুণ্ডা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু দুজনের কেউই যোগ দেননি সেই বৈঠকে। মাত্র কয়েক মুহূর্তের জন্য দেখা করে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির হিসাব প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও আলাপন বন্দ্যোপাধ্যায়। তার কয়েকঘটার মধ্যেই নয়াদিল্লি থেকে বদলির নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যসচিবকে ছেড়ে দেওয়ার জন্য চিঠি আসে নবান্নেও। কিন্তু এখনও পর্যন্ত যা খবর, তাতে নবান্ন থেকে এখনও কোনও ‘রিলিজ অর্ডার’ দেওয়া হয়নি আলাপনবাবুকে।
শনিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারের কাছে মুখ্যসচিবের বদলির নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানান মুখ্যমন্ত্রী। কিন্তু এখনও পর্যন্ত সেই আবেদন মেনে বদলির নির্দেশ প্রত্যাহার করেনি কেন্দ্র।
সোমবার সকাল ১০টায় নয়াদিল্লিতে কর্মিবর্গ মন্ত্রকে দিল্লিতে কর্মিবর্গ মন্ত্রকে হাজিরা দিতে হবে মুখ্যসচিবকে। কিন্তু সঙ্গে রাজ্যের ‘রিলিজ অর্ডার’ থাকতে হবে, যা এখনও দেওয়া হয়নি। তাই নবান্নের গোপন সূত্রে খবর, সোমবারের পরেও আপাতত রাজ্য সরকারের অধীনে কাজ চালিয়ে যাবেন। নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, সোমবারে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারেন। রাজ্য সরকার এখনই ছাড়তে চায়না মুখ্যসচিবকে।
নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিবকে ছাড়া হবে না বলে দিল্লিকে ইতিমধ্যেই চিঠিও পাঠিয়েছে রাজ্য সরকার। সুতরাং, সোমবার দিল্লি না গিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দফতরের সচিবদের বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের।
Be the first to comment