বিধানসভায় পাশ আলিয়া বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলও

Spread the love

বিধানসভায় পাশ হয়ে গেল আলিয়া বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল ২০২২। আলিয়া বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর সিলমোহর আগেই পড়েছিল। বৃহস্পতিবার সকালে বিধানসভায় বিল পেশ করেন মন্ত্রী গোলাম রব্বানী। তিনি বলেন, রাজ্যপাল একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলেই এই বিল পেশ করতে হল। আলোচনা শেষে ধ্বনিভোটে পাশ হয়ে যায় বিলটি। এদিন অবশ্য বিজেপি এই বিল নিয়ে ভোটাভুটি চায়নি।

বিলের উপর আলোচনায় অংশ নিয়ে তৃণমূল বিধায়ক মহম্মদ আলি বলেন, ২০১১ সালে রাজারহাট নিউটাউনে এই বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র তিন বছরে তৈরী হওয়া এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০০০ ছাত্র-ছাত্রীর আসন রয়েছে। রয়েছে ছেলে ও মেয়েদের জন্য হোস্টেল। এই সমস্ত কিছু করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। উচ্চতর শিক্ষাব্যাবস্থায় আমূল পরিবর্তন এসেছে।

তৃণমূলের অপর বিধায়ক রফিকুর রহমান এই বিল সমর্থন করে বলেন, রাজ্যপাল‌ রাজভবনকে বিজেপির দলীয় কার্যালয়ে পরিণত করেছেন। আচার্য পদ থেকে রাজ্যপালকে অপসারণ করার জন্যই এই বিলের প্রয়োজন হয়ে পড়েছিল। তৃণমূল সদস্য ফিরদৌসি বেগমের মতে, এই বিশ্ববিদ্যালয়ের থেকে আগামী দিনে অনেক মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েকে রাজ্যের উন্নতির জন্য কাজে লাগানো যাবে।

বিজেপির দীপক বর্মন, বিশ্বনাথ কারক প্রমুখ বিলের বিরোধিতা করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই বিল আনা হয়েছে। শিক্ষাকে তৃণমূল কংগ্রেস কুক্ষিগত করতে চায় বলে এই বিল বিধানসভায় এনেছে। রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোর জন্য অনেকদিন থেকেই শাসকদল উঠে পড়ে লেগেছে। সেই কারণেই একের পর এক সমস্ত বিশ্ববিদ্যালয় নিয়ে সংশোধনী বিল এনেছে শাসকদল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*