ক্লিনচিট পেলেন না অলোক বর্মা; পড়ুন বিস্তারিত!

Spread the love

সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের জমা দেওয়া মুখবন্ধ খামের রিপোর্টের কপি অলোক বর্মার হাতে তুলে দিল সুপ্রিম কোর্ট। সিবিআই অধিকর্তা অলোক বর্মাকে বলা হয়েছে, সিভিসি রিপোর্টের বিরুদ্ধে কিছু বলার থাকলে তাঁর জবাব সোমবার দুপুর ১টার মধ্যে মুখবন্ধ খামে জমা দিতে হবে। পাশাপাশি সরকারি আইনজীবীর হাতে তুলে দেওয়া হয়েছে সিভিসির রিপোর্ট। সুপ্রিম কোর্ট সতর্ক করেছে, সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা অক্ষুন্ন রাখতে সিভিসির রিপোর্ট এবং তাদের জবানবন্দি গোপন রাখা বঞ্ছনীয়। পরবর্তী শুনানি হবে মঙ্গলবার।

সিভিসির রিপোর্টে অলোক বর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। রিপোর্টে তদন্তকে ছোটো, মাঝারি এবং গুরুতর হিসাবে ভাগ করা হয়েছে। সিভিসি আদালতকে জানিয়েছে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আরও কিছুটা সময় দরকার। অর্থাত্ ছুটিতে থাকা সিবিআই অধিকর্তাকে আজ ‘ক্লিনচিট’ দেওয়ার কোনও প্রশ্ন ওঠেনি। পাল্টা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে পট্টনায়েকের নেতৃত্বাধীনের এই তদন্তের বিষয়ে অলোক বর্মার জবাব। জানুয়ারিতে অবসর নিচ্ছেন অলোক বর্মা। এই মুহূর্তে ছুটিতে থাকায় দ্রুত মামলার নিষ্পত্তি চাইছেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার সুপ্রিম কোর্টে অলোক বর্মার অভিযোগের তদন্তের রিপোর্ট জমা দেয় সিভিসি। রিপোর্ট দেরিতে জমা দেওয়ায় সিভিসিকে ভর্তসনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। প্রধান বিচারপতি কার্যত ধমকের সুরে এ দিন বলেন, “আবেদন নথিভুক্ত করার জন্য রবিবার অফিস খোলা ছিল। কিন্তু আপনারা আসেননি। এমনকী জানানোর প্রয়োজনও বোধ করেননি।” দেরি হওয়ার কারণে ক্ষমা চেয়ে নেন সিভিসি-র আইনজীবী তুষার মেহতা।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*