যৌন হেনস্থায় অভিযুক্ত অলোকনাথকে সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যসোসিয়েশন থেকে বহিষ্কার করা হল। অলোকনাথের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন বিনতা নন্দ। এর আগে অলোকনাথকে শোকজ করেছিল অ্যাসোসিয়েশন। মঙ্গলবার তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। অলোকনাথ জানান, তিনি কোনও চিঠি পাননি। বিনতা ছাড়াও অভিনেত্রী সন্ধ্যা মৃদুলও অলোকনাথের বিরুদ্দে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সব অভিযোগ অস্বীকার করে অলোকনাথ বিনতার বিরুদ্ধে মামলাও করেছেন।
Be the first to comment