মেঘ ভাঙা বৃষ্টির জেরে অমরনাথে আটকে ধূপগুড়ির ৬ যুবক। গত সোমবার তাঁরা ট্রেনে করে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন। পুজো দেওয়ার জন্য তাঁরা হাঁটা শুরু করেন হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টি নামলে ছ’জনই দলছুট হয়ে যান। প্রথমে ৪ জনের খোঁজ মিললেও দু’জনকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে অবশ্য সকলেরই খোঁজ পাওয়া গিয়েছে। জলপাইগুড়ি জেলা প্রশাসন তাঁদের সঙ্গে যোগাযোগ করে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।
ধসের জেরে আটকে পড়া ৬ জনের নাম- অজয় ঘোষ, দেবব্রত সরকার, অপু পাল, অপু ভাওয়াল, শুভজিৎ পাল, বিধান সাহা। তাঁরা সকলেই পেশায় ব্যবসায়ী। অজয়ের মা জয়ন্তী ঘোষ বলেন, ৬ জন সোমবারে রওনা দিয়েছিল। আচমকা ওদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টিভিতে ধসের খবর দেখে চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিছুক্ষণ আগে ফোনে কথা হয়েছে ছেলের সঙ্গে। ছেলের অবস্থা খুব ভালো না। জ্বর এসেছে। আপাতত ক্যাম্পে রয়েছে।
শুক্রবার মেঘভাঙা বৃষ্টির জেরে পুণ্যার্থীদের অন্তত ২৫টি শিবির ভেসে গিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে নামানো হয়েছে। উদ্ধারকাজে নেমেছে আইটিবিপিও। বায়ুসেনার হেলিকপ্টারও রাখা হয়েছে উদ্ধারকাজের জন্য। শেষ খবর পাওয়া পর্যন্ত মেঘ ভাঙা বৃষ্টির জেরে ১৬ জন মারা গিয়েছেন। জখম হয়েছেন ৬০ জন। নিখোঁজ অন্তত ৪০ জন। মৃতের সংখ্যা আরও পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
Be the first to comment