অ্যামেরিকার দক্ষিণে প্রদেশ আলাবামায় আছড়ে পড়লো শক্তিশালী ঘূর্ণাবর্ত। ধ্বংসাত্মক ঘূর্ণাবর্তের কারণে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আলাবামা প্রদেশের স্থানীয় পুলিশ আধিকারিক জে জোন্স বিষয়টি নিশ্চিত করেন। ঘূর্ণাবর্তের জেরে এখনও অনেকে নিখোঁজ। তাদের খোঁজ চালাচ্ছে স্থানীয় পুলিশ। ঝড়ে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ঘূর্ণাবর্তটি বিস্তীর্ণ এলাকাজুড়ে ৪০০ মিটারের ব্যাসার্ধ নিয়ে ধ্বংসলীলা চালায় বলে পুলিশ জানিয়েছে। এদিকে পুলিশের তরফ থেকে একটি ঘূর্ণাবর্তের খবর জানানো হলেও অ্যামেরিকার বিভিন্ন সংবাদমাধ্যম একাধিক ঘূর্ণাবর্তের খবর প্রকাশ করেছে। যার জেরে প্রাণহানি ও ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Be the first to comment