অমিত শাহের বঙ্গ সফর বাতিল। আসছেন না বাংলায়। রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার তাঁর যে সভা ছিল, যে কর্মসূচিগুলি ছিল সেগুলি সবই বাতিল করে দেওয়া হয়েছে। রবিবার রাতে তাঁর আসার কথা থাকলেও তিনি আসছেন না। এখন না এলেও ভোটমুখী বাংলায় কিছুদিন পরে তিনি বাংলায় আসতে পারেন। প্রসঙ্গত, বর্তমানে বিহারে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। শোনা যাচ্ছে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আগে পাটলিপুত্রে যেতে পারেন শাহ। সে কারণেই বাতিল করা হয়েছে বঙ্গ সফর। যদিও অফিসিয়ালি সফর বাতিলের কারণ সম্পর্কে কারণ সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি।
বিরোধী জোট থেকে বেরিয়ে আসছেন নীতীশ কুমার। ফের ভিড়তে চলেছেন এনডিএ-তে। সোজা কথায় মহাগঠবন্ধনের দেড় বছর কাটতে না কাটতেই ফের সরকার পরিবর্তন হতে চলেছে বিহারে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে চলেছে জেডিইউ। তবে অক্ষত থাকছে নীতীশের কুর্সি। নবমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন তিনি। তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই পক্ষে-বিপক্ষে উঠে আসছে নানা মত।
এদিকে আগে শোনা গিয়েছিল, ২৮ জানুয়ারি রাতে কলকাতা বিমানবন্দরে নামবেন বিজেপির সেকেন্ড-ইন-কমান্ড। পরের দিন শহরেই দলের একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দেওয়ারও কথা ছিল। মেচেদাতেও একটি জনসভায় বক্তব্য রাখার কথাও ছিল। ওইদিন রাতেই ফের দিল্লি উড়ে যেতেন। যদিও এই গোটা কর্মসূচিই বাতিল করে দেওয়া হয়েছে বিজেপি সূত্রে খবর।
Be the first to comment