লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা চলছিল। সেই আলোচনার মধ্যেই ‘শৌচালয়’ নিয়ে কংগ্রেসকে খোঁচা দিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর খোঁচা, পাঁচ দশক শাসন করার পরও দেশের সব বাসিন্দাকে ন্যূনতম সুবিধাও দিতে পারেনি। এমনকী, পাঁচ দশক শাসন করার পরও কংগ্রেস প্রায় ১১ কোটির বেশি পরিবারকে শৌচালয় পর্যন্ত দিতে পারেনি।
মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সময় অমিত শাহ বলেন,”কংগ্রেস ৫ দশক এই দেশে শাসন করেছে। ১১ কোটি পরিবার এমন ছিল, যাদের বাড়িয়ে শৌচালয় পর্যন্ত ছিল না। আর শৌচালয় না থাকার যন্ত্রণাটা তারাই বোঝে, যাদের বাড়িতে যুবতী মেয়ে আছেন। মোদি সরকার প্রথম পাঁচ বছরেই ১১ কোটি ৭২ লক্ষ শৌচালয় বানিয়েছেন। তাতে কাদের ক্ষমতায়ন হল? মা-বোনেদেরই ক্ষমতায়ন হল।”
শাহর বক্তব্য, নারী ক্ষমতায়নে শুরু থেকেই কাজ করছেন প্রধানমন্ত্রী। তাঁর কাছে, এটা কোনও রাজনৈতিক ইস্যু নয়। এটা মেয়েদের অধিকার পাইয়ে দেওয়ার বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু থেকেই নারী ক্ষমতায়নের পক্ষে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনই তিনি বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান দেন। শাহর দাবি, “মোদিজি যেদিন প্রধানমন্ত্রী হলেন, দেশের ৭০ কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না। মোদিজি জনধন অ্যাকাউন্ট খোলা শুরু করলেন। ৫২ কোটি অ্যাকাউন্ট খোলা হল। এর মধ্যে ৭০ শতাংশ মহিলাদের। এখন সরকারি প্রকল্পের টাকা সোজা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে যায়। এটাই নারী ক্ষমতায়নের সবচেয়ে বড় উদাহরণ।”
অমিত শাহর জবাবি ভাষণের পরই মহিলা সংরক্ষণ আইনটি লোকসভায় পাশ হয়ে যায়। মোট ৪৫৪ জন সাংসদ বিলটির পক্ষে সওয়াল করেন। আর বিলটির বিপক্ষে ভোট দেন মাত্র দুজন।
Be the first to comment