প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের দু’সপ্তাহ পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শরদ পাওয়ার। মঙ্গলবার দিল্লিতে NCP প্রধান ও অমিত শাহের এই বৈঠক ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও শরদ পাওয়ার বৈঠককে ‘অফিশিয়াল ওয়ার্ক’ বলেই জানিয়েছেন।
জানা গিয়েছে, এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিনির বাজারমূল্য এবং পেট্রলে মেশানো ইথালনের নিয়ে বিশদে আলোচনা করেছেন শরদ পাওয়ার। তাঁর সঙ্গে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল স্টেট কোঅপারেটিভ সুগার ফ্যাক্টরিস ফেডারেশনের চেয়ারম্যান জয়প্রকাশ দান্দেগাঁওকর। ছিলেন রায়গড়ের NCP সাসংসদও।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরদ পাওয়ার বলেন, ‘অমিত শাহজির সঙ্গে বর্তমান চিনির দর নিয়ে আলোচনা হয়েছে। আমাদের তরফে যা দাবি ছিল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পাওয়ার। প্রাক্তন কৃষিমন্ত্রী শরদ পাওয়ার আরও জানান, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পেট্রলিয়ামজাত দ্রব্যে মিশ্রিত ইথানলের পরিমাণ বাড়ানোরও আর্জি জানিয়েছেন।
Be the first to comment