সম্প্রতি বারবারই নানা মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কখনও শুভেন্দু অধিকারী সম্পর্কে নানা মন্তব্য করেছেন তিনি, কখনও আবার তাঁর নিশানায় দিলীপ ঘোষ। এনিয়ে দলের অন্দরে কম জল ঘোলা হয়নি।
তবে শুভেন্দু অধিকারী পালটা তাঁকে বিঁধতে চাননি। এসবের পরেও সৌমিত্র খাঁকে ঘিরে নানা জল্পনা চলছিল। তবে এদিন সেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এব্যাপারে টুইট করে তিনি জানিয়েছেন গোটা বিষয়টি। সৌমিত্র খাঁ টুইট করে লিখেছেন, ‘আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আমার বৈঠক ছিল। তিনি আমাকে আশীর্বাদ করেছেন। বাংলায় আরও ভালোভাবে কাজ করার ব্যাপারে তিনি জানিয়েছেন। আমিও বাংলার জন্য সেরকমভাবেই কাজ করব এবং বিজেপিকে এগিয়ে নিয়ে যাব।’
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নানা ঘটনা পরম্পরায় বিজেপির একাধিক নেতার সঙ্গে তাঁর মত বিরোধ তৈরি হয়েছে। তবে কি সেই সৌমিত্রর অভিমান দূর করার উদ্যোগ নিলেন খোদ অমিত শাহ। পাশাপাশি সৌমিত্রর এই বৈঠকের পর বঙ্গ বিজেপির অন্দরেও নানা জল্পনা ছড়িয়েছে। প্রশ্ন উঠছে তবে কী বাংলায় সংগঠনের আরও বড় কোনও দায়িত্বে বসানো হবে সৌমিত্রকে। তবে সৌমিত্র এনিয়ে কোনও মুখ খোলেননি। অন্যদিকে এদিন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আলাদাভাবে বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন।
Be the first to comment