রোজদিন ডেক্স: মাওবাদী মোকাবিলায় এসএসবির প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন রানিডাঙায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) ৬১ তম প্রতিষ্ঠা দিবসে বাহিনীর শিলিগুড়ি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই এদিন এসএসবির উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।
এদিন শাহ বলেন, “বন্ধ সীমান্তে কাজ করা অনেকটা সুবিধাজনক। সেই সীমান্ত দিয়ে কেউ পারাপার করতে পারে না। ফলে কাজ করা অনেকটা সহজ। কিন্তু যেখানে মুক্ত সীমান্ত থাকে, সেখানে জওয়ানদের কাজ অনেকটাই বেশি কঠিন ও জটিল। সেদিক দিয়ে এসএসবি যে ভূমিকা পালন করছে, তা সত্যি অনস্বীকার্য। আমার বলতে দ্বিধা নেই যে আমরা আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্র নেপাল ও ভুটানের সীমান্ত নিয়ে একদমই চিন্তিত নই।”
পাশাপাশি এদিন শিলিগুড়ি করিডোর ও জম্মু কাশ্মীর নিয়ে তিনি বলেন, “শিলিগুড়ি করিডোর ভৌগলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। আর শিলিগুড়িতে এসএসবির হেডকোয়ার্টার থাকায়, তা আমাদের অনেকটাই নিশ্চিন্ত করেছে। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ প্রতিরোধে দারুণ ভূমিকা নিয়েছে এসএসবি। ছ’শোর বেশি মাওবাদীকে গ্রেফতার করা ও ১৫ জন মাওবাদীর নাশ করতে সক্ষম হয়েছেন এসএসবি জওয়ানরা। একইভাবে ১৯ জন জঙ্গিকে খতম করেছেন জওয়ানরা। বিহার, ঝাড়খণ্ডে যেখানে মাওবাদী কার্যকলাপ বন্ধ করতে সক্ষম হয়েছে এবং উত্তরাখণ্ডেও মাওবাদ দমনের কাজ করছে এসএসবি। ইতিমধ্যে ১৪ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে।”
নেপাল ও ভুটানের প্রায় ২৪৫০ কিলোমিটার সীমান্তে নো ম্যান্ডস ল্যান্ডে জিরো টলারেন্স নিয়েছে এসএসবি। গত তিন বছরে এসএসবি সীমান্ত দিয়ে ১১০০ অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এক হাজার একরের বেশি জমি জবরদখল মুক্ত করেছে। চার হাজারের বেশি পাচারকারীকে গ্রেফতার করেছে জওয়ানরা। এসএসবির জওয়ানরা অভিযান চালিয়ে ১৬০০ কেজি মাদক, ২০৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। পাশাপাশি ১৮১ জন মানব পাচারকারীকে গ্রেফতার করেছে জওয়ানরা। অভিযানে ৮০১ জনকে পাচারের আগে উদ্ধার করেছে জওয়ানরা। যাদের মধ্যে ২৩১ জন নাবালক-নাবালিকা।
Be the first to comment