রোজদিন ডেস্ক, কলকাতা:- ট্রেনের মধ্যে এক মহিলা যাত্রীকে হাত তোলার জন্য আরপিএফ কনস্টেবল কে সাময়িক সময় এর জন্য বরখাস্ত করা হলো। মহিলা যাত্রীকে চড় মারার ভিডিও প্রকাশ্যে আসার পরেই তাঁকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত আরপিএফের ওই হেড কনস্টেবলের নাম ওম প্রকাশ। রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার আরপিএফ থানায় কর্তব্যরত ছিলেন তিনি।
গত ১৪ জানুয়ারি রণথম্ভোর এক্সপ্রেসের জেনারেল কামরায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, জেনারেল কামরার যাত্রীরা চেন টেনে ট্রেন থামিয়ে দেন। বিষয়টি খতিয়ে দেখতে সঙ্গে সঙ্গে ওই কামরায় পৌঁছন হেড কনস্টেবল ওম প্রকাশ। চেন টানার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার সময় এক পুরুষ এবং এক মহিলা যাত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয় তাঁর। ওই মহিলা যাত্রী কামরার দরজার সামনে বসে ছিলেন। কথা কাটাকাটি চরমে পৌঁছলে তর্কাতর্কির মাঝেই ওই মহিলা যাত্রীকে চড় মেরে বসেন ওম প্রকাশ। ট্রেনে থাকা অন্য এক যাত্রী পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি রোজদিন।পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। অন্য দিকে, ভাইরাল সেই ভিডিও সমাজমাধ্যমে অনেকেই দেখেছেন এবং ওই কনস্টেবলের বিরুদ্ধে শাস্তির দাবি করেছেন।
ट्रेन के जनरल कोच में यात्रा कर रही थी महिला, ये वर्दी वालों का रौब और हाथ कमजोरों पर ही क्यों चलता है हमेशा?
सवाई माधोपुर आरपीएफ थाने में तैनात हेड कॉन्स्टेबल ने महिला को जड़ा थप्पड़ !!
वीडियो सोशल मीडिया पर हो रहा है वायरल !!
वीडियो सामने आने के बाद रेलवे ने हेड कॉन्स्टेबल… pic.twitter.com/PjbKydS7Mz
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) January 16, 2025
Be the first to comment