বুধবারও বগটুই-কাণ্ডে অভিযুক্ত আনারুল হোসেনের জামিন মঞ্জুর করল না আদালত। পরবর্তী শুনানি ১ জুন। পাশাপাশি আনারুল হোসেনের পলিগ্রাফ টেস্টের শুনানির দিনও পিছিয়ে দিল আদালত। জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আনারুলকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল আনারুলকে। উল্লেখ্য, এদিন জামিন, মোবাইল আটক-সহ পলিগ্রাফ টেস্টের শুনানি ছিল।
আনারুলকে রামপুরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় ফের তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, অনেক আগেই বলেছি আমি নির্দোষ। আমাদের মতো ভালো ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে।
তদন্তের স্বার্থে আনারুল-সহ ছজনের পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন করে সিবিআই। এদিন এই আবেদনের শুনানির কথা ছিল। কিন্তু সেই আবেদনের শুনানি এদিনও স্থগিত রাখল রামপুরহাট আদালত। কিন্তু অনারুলের আইনজীবী পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া ও কর্মপদ্ধতি কী হবে, সে বিষয়ে আদালতের কাছে প্রশ্ন রাখেন। কিন্তু সেই প্রশ্নের বিবরণ সিবিআই দিতে পারেনি বলে আদালত সূত্রে খবর। জানা গিয়েছে, সিবিআইয়ের তরফে পলিগ্রাফ টেস্টের কোনও বিবরণ না পাওয়ায় বিচারক শুনানি স্থগিত রাখেন। উল্লেখ্যে, এর আগেও আদালত এই পলিগ্রাফি টেস্টের শুনানি স্থগিত রেখেছিল।
Be the first to comment