অন্ডাল বিমানবন্দরে নামতে গিয়ে ঝড়ের কবলে যাত্রীবাহী বিমান

Spread the love

তীব্র ঝড়। খারাপ আবহাওয়া। এরমধ্যেই অন্ডাল বিমানবন্দরে নামতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ল মুম্বই থেকে অণ্ডালে আসা একটি বিমান। বিমানটিতে ১৮০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। জরুরি অবতরণের পর আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ১৪ জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতাল সূত্রের খবর, বিমানটি মুম্বই থেকে দুর্গাপুরে আসছিল। আচমকাই মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। বেশিরভাগ আহতরা সিটবেল্ট বাঁধা অবস্থায় ছিল না। আচমকাই ভেঙে পড়ে বিমানের সিটের উপরে থাকা লাগেজ রাখার জায়গা। তাতে গুরুতর আঘাত পান একজন। সঙ্গে সঙ্গে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।

তবে, শুধু ঝড়-বৃষ্টি নাকি যান্ত্রিক গোলযোগ? ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে এয়ার টার্বুল্যান্স কিংবা ঝড়, বৃষ্টি, আবহাওয়ার পরিবর্তনের জেরে এই ধরণের ঘটনা হতে পারে। তবে পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটিকে নিরাপদে নামিয়েছেন।  ফলে এড়ানো গিয়েছে বড়সড় বিপদ। ইতিমধ্যেই চেন্নাই দুর্গাপুরের একটি ফ্লাইট অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে নটা কুড়িতে নামার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য সেটাকে বেনারসে অপেক্ষা করানো হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*