ছবি- এএনআই
মঙ্গলবার রাতে মুম্বইয়ের আন্ধেরির এক বহুতলে ভয়াবহ আগুনে দু জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন জন। জানা গিয়েছে, আন্ধেরির বিরা দেশাই রোডের ২১ তলা কদম চাউল এসআরএ বিল্ডিং-এ রাত সাড়ে আটটা নাগাদ হঠাত্ই আগুন লেগে যায়। ২১ তলা ওই বহুতলের ১০ এবং ১১ তলায় আগুন লাগে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল। দমকলের চেষ্টায় ঘন্টা দুয়েকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
এক দমকল আধিকারিক জানান, “দশ তলার একটি ফ্ল্যাটের আসবাবপত্র, গৃহস্থালি জিনিসপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতিতে আগুন জ্বলে যায় দাউদাউ করে। পাশাপাশি এগারো তলাতেও সেই আগুন ছড়িয়ে পড়ে।” মঙ্গলবার রাতের এই ঘটনায় অগ্নিকাণ্ডে দুই জনের মৃত্য হয়েছে বলে জানায় পুলিস। আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়। আগুন লাগার প্রকৃত কারণ অবশ্য এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Be the first to comment