কবি এবং ছড়াশিল্পী হিসেবে অংশুমান চক্রবর্তী এই সময়ে বাংলা সাহিত্য-জগতে অত্যন্ত সুপরিচিত নাম। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বাবা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী সম্পাদিত ‘ছোটর দাবি’ পত্রিকার তিনি সহ সম্পাদক। পাশাপাশি তিনি সঞ্চালক হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন।
বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে তাঁকে মঞ্চে দেখা যায়। নিজেকে ছড়িয়ে দিয়েছেন আকাশবাণী ও দূরদর্শনের মাধ্যমেও। পেশায় সাংবাদিক অংশুমান চক্রবর্তী লেখেন ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায়। সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয় অংশুমান। লকডাউনে ছড়াপ্রেমীদের জন্য তিনি উপস্থাপন করছেন ‘বাংলার ছড়া’ শীর্ষক ধারাবাহিক ফেসবুক লাইভ অনুষ্ঠান। সপ্তাহে একদিন। ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে চারটি পর্ব।
আলোচনার পাশাপাশি তিনি পাঠ করেছেন মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নবকৃষ্ণ ভট্টাচার্য, যোগীন্দ্রনাথ সরকার, কুসুমকুমারী দাশ, কাজী নজরুল ইসলাম, সুখলতা রাও, সুকুমার রায়, সুনির্মল বসু, গোলাম মোস্তাফা, শিবরাম চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, বন্দে আলি মিয়া, অজিত দত্ত, বিমল ঘোষ মৌমাছি, রাধারানী দেবী, অন্নদাশঙ্কর রায়, লীলা মজুমদার, গৌরী ধর্মপাল, বিষ্ণু দে, অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, শামসুর রহমান, আল মাহমুদ, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নবনীতা দেবসেন, পবিত্র সরকার, সরল দে, কৃষ্ণা বসু, শ্যামলকান্তি দাশ, লুৎফর রহমান রিটন, জয় গোস্বামী, সুবোধ সরকার, প্রমোদ বসু, অশ্রুরঞ্জন চক্রবর্তী, ভবানীপ্রসাদ মজুমদার, অপূর্ব দত্ত, মৃদুল দাশগুপ্ত, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, সমর পাল, দীপ মুখোপাধ্যায়, হাননান আহসান, প্রদীপ আচার্য, অভীক বসু, চন্দন নাথ, বিমলেন্দ্র চক্রবর্তী, মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়, রতনতনু ঘাটী, সলিল মিত্র, অনির্বাণ ঘোষ, অচিন্ত্য সুরাল, আনসার উল হক, মৃণালকান্তি দাশ, গৌতম হাজরা, সুখেন্দু মজুমদার, রামকিশোর ভট্টাচার্য, মল্লিকা সেনগুপ্ত, বীথি চট্টোপাধ্যায়, ছন্দা চট্টোপাধ্যায়, রূপক চট্টরাজ, দিলীপকুমার বাগ, মন্দাক্রান্তা সেন, সুস্মেলী দত্ত, জুলি লাহিড়ী, অনন্যা বন্দ্যোপাধ্যায়, তাপসী আচার্য, অলক্তিকা চক্রবর্তী, অর্থিতা মণ্ডল, শেফালী চক্রবর্তী, মহুয়া ভট্টাচার্য গোস্বামী, সুপর্ণা ভৌমিক চক্রবর্তী, মৌসুমী চট্টোপাধ্যায় দাস, দ্বৈতা হাজরা গোস্বামী, দেবব্রত দত্ত, প্রাণনাথ শেঠ, আশিসকুমার মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ ঘোষ, রবীন ভট্টাচার্য, সাতকর্ণী ঘোষ, স্বপনকুমার রায়, প্রতাপ সিংহ প্রমুখ অতীত এবং বর্তমান সময়ের বিশিষ্ট কবিদের ছড়া। অল্পদিনেই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে অনুষ্ঠানটি।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছড়াপ্রেমীদের পাশাপাশি এই অনুষ্ঠানটি দেখার জন্য মুখিয়ে থাকেন দিল্লি, মহারাষ্ট্র, ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন রাজ্য এবং সুইডেন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বাংলা ভাষার ছড়াপ্রেমীরা।
অংশুমান জানিয়েছেন, কবি শ্যামলকান্তি দাশ-এর পরামর্শেই আমি শুরু করেছি অনুষ্ঠানটি। ছড়া নিয়ে বাংলা ভাষায় এটাই সম্ভবত প্রথম ধারাবাহিক ফেসবুক লাইভ। ‘বাংলার ছড়া’ অনুষ্ঠানটি ঘিরে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানটি সবার ভালো লাগছে, এটাই আনন্দের।
Be the first to comment