ছাত্রনেতা আনিস খান মৃত্যুর ঘটনায় উলুবেড়িয়া আদালতে চার্জশিট পেশ সিটের৷ ১৪৪ দিনের মাথায় পেশ হল চার্জশিট৷ ৫ পুলিস কর্মী-আধিকারিকের নাম রয়েছে চার্জশিটে। রাজ্য পুলিসের বিশেষ তদন্তকারী দল চার্জশিটে বলেছে, খুন হননি আনিস৷ কোনও ভাবে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে৷ আনিস খানের বাবা সালেম খানের দাবি ছিল, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে তাঁর ছেলেকে৷ এই দাবিতে সহমত প্রকাশ করেনি সিট৷
চার্জশিটে নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তী, এক এএসআই, এক হোমগার্ড এবং দু’জন সিভিক ভলান্টিয়ারের৷ চার্জশিটে অনিচ্ছাকৃত খুন বা ৩০৪এ ধারার পাশাপাশি ১২০বি, ৩৪১, ৩৪২ এবং ৪৫২ ধারার উল্লেখ রয়েছে৷ চলতি বছর ১৮ ফেব্রুয়ারি আমতার দক্ষিণ খাঁন পাড়ায় রহস্যমৃত্যু হয় ছাত্রনেতা আনিস খানের। আনিসের বাবা সালেম খানের অভিযোগ ছিল, ঘটনার দিন পুলিস এবং সিভিক ভলান্টিয়ারের পোশাক পরা চারজন তাঁদের বাড়িতে এসেছিল।
পুলিসের পোশাক পরা একজন তাঁর দিকে বন্দুক তাক করে একটি ঘরে আটকে রাখে। বাকি তিনজন সোজা বাড়ির ছাদে চলে যায়। কিছুক্ষণ পর ওই তিনজন নেমে এসে বন্দুকধারীকে জানায়, কাজ হাসিল হয়ে গিয়েছে। এরপরই ওই চারজন আনিসের বাড়ি থেকে চলে যায়। কিছুক্ষণ পর বাড়ির সামনে আনিসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
Be the first to comment