ক্রিসমাস, অ্যাংলো কালচার, শীতের কলকাতা…! এই বিষয়গুলো তাঁর নিজের হাতের রেখার মতো চেনা, তাঁর রগে রগে ঘুরছে! তিনি অঞ্জন দত্ত। ফের আরেকবার ছবি বানাচ্ছেন পরিচালক। নাম ‘বড়দিন’। কুড়ি বছর আগে এই নামেই হিন্দিতে একটি ছবি তৈরি করেছিলেন অঞ্জন দত্ত! তবে জানালেন এই ‘বড়দিন’ সম্পূর্ণ আলাদা হতে চলেছে।
‘বড়দিন’-এর অন্যতম বড় চমক– দেখা মিলবে মুনমুন সেনের। অঞ্জনের ‘বো ব্যারাকস ফরএভার’-এও মুনমুন ছিলেন। জানা গিয়েছে, মাঝ বয়সি, আমুদে এক অ্যাংলো ইন্ডিয়ান-এর চরিত্রে অভিনয় করবেন মুনমুন। অভিনয় করবেন খোদ অঞ্জনও। তবে বড় পর্দা নয়, ছবিটি ওয়েব ফিল্ম। কেন্দ্রে রয়েছে ক্রিসমাস। রয়েছেন সুপ্রভাত দাস, সাগ্নিকও।
Be the first to comment