রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নাম সামনে আসার পর আচমকা ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত করে দিল কলেজ সার্ভিস কমিশন। শনিবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হয়। সেখানে জানানো হয়েছে, কমিশনের সংস্কারের কাজের জন্য জুন মাসে কোনও ইন্টারভিউ হবে না।
শুধু মেয়ে নয় রাজ্যের শিক্ষা রাষ্ট্রমন্ত্রী পরেশ অধিকারীর কাছের–দূরের মিলিয়ে অন্তত ২৫ জন আত্মীয় সরকারি চাকরি করেন! দুর্নীতির শাস্তি হিসাবে মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীরকে সরকারের থেকে পাওয়া ৪১ মাসের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এসবের মধ্যে শুক্রবার জানা যায় স্কুলের চাকরি যাওয়ার পর কলেজে অধ্যাপনার দিকে পা বাড়াচ্ছেন অঙ্কিতা। নিউটাউনের আসন্ন ভবনে ২৬ এপ্রিল ইন্টারভিউ দিয়েছেন তিনি। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তিনি অধ্যাপিকা হতে চলেছেন।
এরপর হঠাৎ আগামী মাসের ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত করে দেয় কমিশন। কলেজ সার্ভিস কমিশনের সেক্রেটারি ইনচার্জের বিজ্ঞপ্তি ওয়েবসাইটেও আপলোড হয়েছে। সেখানে বলা হয়েছে জুন মাসে কলেজ সার্ভিস কমিশন ভবনের রেনোভেশনের কারনে ইন্টারভিউ বন্ধ থাকছে। কমিশনের নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির অভিযোগে যারা আন্দোলন করছেন তাদের বক্তব্য, প্রিমিসেসের কাজের জন্য ইন্টারভিউ বন্ধের সম্ভাবনা আগে ছিল না। ইন্টারভিউ বন্ধ করে আন্দোলনকারীদের দাবিকেই মান্যতা দিয়েছে সিএসসি ও সরকার।
প্রসঙ্গত, স্কুল সার্ভিসের মতো কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন ২০১৮ -র নিয়োগ না পাওয়া মেধা তালিকাভুক্ত প্রার্থীরা। কিছুদিন ধরে সেই আন্দোলন চরমে পৌঁছেছে। ২০১৮ কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্তদের সংগঠনের পক্ষে ক্ষুদিরাম চক্রবর্তী বলেছেন “এসএসসির মতন সিএসসি ভবনে আধা-সেনা পাঠিয়ে ডেটা রুমের দখল নেওয়া হোক।”
Be the first to comment