রোজদিন ডেস্ক :-
ট্রেন দুর্ঘটনা যেন কিছুতেই বাঁধ মানছেনা। বিগত কয়েক মাসে একেরপর এক ছোট থেকে বড়সড় ট্রেন দুর্ঘটনা যেন হয়েই চলেছে। বৃহস্পতিবারই অসমে বেলাইন হয়েছিল আগরতলা লোকমান্য তিলক এক্সপ্রেস। একদিন পেরোতে না পেরোতেই ফের ট্রেন দুর্ঘটনা। কিন্তু এবার বেলাইন হল লোকাল ট্রেন। ঘটনাটি ঘটেছে মুম্বইতে। সিএসএমটি স্টেশনে যাওয়ার পথে কল্যাণ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের কাছে ঘটনাটি ঘটে।শুক্রবার রাত ৮টা ৫৫ নাগাদ এই ঘটনার পরেই মুম্বইয়ের ডাউন লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয় বলে জানা গিয়েছে। সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নীল নীলা জানিয়েছেন, সেই সময় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে যাত্রী সংখ্যা কম ছিল। সেই সঙ্গে, ট্রেনটির গতিও বেশ কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।জানা যায় ট্রেনটির পিছনের কামড়া গুলি লাইনচ্যুত হয়েছিল। তবে খুব বড় রকমের বিপদ ঘটেনি।
Be the first to comment