রোজদিন ডেস্ক :- ইন্ডিয়া জোটের চাবি কাঠি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার প্রস্তাব জানাল আরজেডি দলের সভাপতি।
ইন্ডিয়া জোটের নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়া উচিত বলে মনে করেন লালুপ্রসাদ যাদব। তৃণমূল সুপ্রিমোকে ‘ইন্ডিয়া’র কান্ডারি হিসেবে দেখতে চান আরজেডি সভাপতি। তিনি বলেন, “আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী জোটের নেতৃত্বের দায়িত্ব নেওয়া উচিত। জোটের বাকি নেতারা রাজি হলে কংগ্রেস বাধা দেবে কেন? এই দায়িত্বের জন্য কংগ্রেস কাউকে বেছে রাখলেও, তাতে কোনও লাভ হবে না।”
সম্প্রতি আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, “যেকোনও শীর্ষ নেতাই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও হতে পারেন। তবে আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নিতে হবে।” তারপরই ইন্ডিয়া জোটের নেতৃত্ব হিসাবে প্রাক্তন রেলমন্ত্রী আরেক প্রাক্তন রেলমন্ত্রীকে চাইলেন।
সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া জোটের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। এমনকী, সংসদের অধিবেশনে ইন্ডিয়া জোটকে তাঁর এড়িয়ে যাওয়ার বিষয়টি সেই জল্পনায় ঘৃ ঢালে ৷ বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব নিয়ে তৃণমূল সুপ্রিমোও যে খুশি নন, তা স্পষ্ট হয়ে যায় তাঁর সাম্প্রতিক বক্তব্যে। তিনি জানান, দায়িত্ব দেওয়া হলে তিনি মুখ্যমন্ত্রীত্ব এবং জোটের নেতৃত্ব উভয়ই সামলাতে পারবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমি তো ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম। জোট রাখতে পারছে না, তো আমি কী করব? আমি এই ফ্রন্টকে নেতৃত্ব দিই না। যাঁরা নেতা, তাঁদের এটা দেখা উচিত। তবে আমার সঙ্গে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলের যোগাযোগ রয়েছে। আমি সেই সম্পর্ক বজায় রেখেছি।”
প্রসঙ্গত, কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানান এনসিপি প্রধান তথা দেশের বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার। তিনি বলেন, “দেশের একজন যোগ্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং, তাঁর এই ধরণের মন্তব্য করা শোভা পায়। সংসদে তাঁর পাঠানো মন্ত্রীরা কঠোর পরিশ্রমী ও যোগ্য।” এবার সেই একই সুর শোনা গেল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রীর গলায়।
Be the first to comment